শিরোনাম
◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম ◈ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা ◈ গভর্নরের মর্যাদা মন্ত্রীর সমান করার উদ্যোগ: বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিতের প্রস্তাব ◈ বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করল বিসিবি 

প্রকাশিত : ১০ জুন, ২০২৩, ০৬:০১ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৩, ০৬:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, উত্তরাঞ্চলে আজ মঙ্গা নেই: ডেপুটি স্পিকার 

ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু

মনিরুল ইসলাম: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেন, বর্তমানে কৃষিতে আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের ফলে প্রতি বিঘা জমিতে ২৫ মনের অধিক ধান আবাদ সম্ভব হচ্ছে। নতুন নতুন জাত মাঠে ছড়িয়ে দিতে কৃষি বিজ্ঞানীগণ নিরলস পরিশ্রম করছেন। কৃষিতে জাতির পিতার দর্শন ও ভাবনা বাস্তবায়নের জন‌্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে কৃষি বিশ্ববিদ‌্যালয় প্রতিষ্ঠা, গবেষণাগার তৈরি ও গবেষণার কাজে অর্থ বরাদ্দ দিয়ে কৃষিতে এই বিপ্লব ঘটিয়েছেন। 

শনিবার সাঁথিয়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ‌্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব‌্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার এসব কথা বলেন।
 
ডেপুটি স্পিকার বলেন, দেশের প্রয়োজনীয় পিয়াজ-রসুনের চাহিদা অনেকটাই পূরণ হয় পাবনা জেলা থেকে। মশলা জাতীয় এ ফসলটির উৎপাদন আরও বৃদ্ধি করতে ও দেশীয় পদ্ধতিতে সংরক্ষণে কৃষকদের নিয়মিত সহায়তা করে আসছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ফলে পেয়াজ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষস্থানীয় দেশের একটি। উৎপাদন আরও বৃদ্ধি করে দেশে পিয়াজের আমদানী নির্ভরতা কমিয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কাজ করে যাচ্ছে কৃষি মন্ত্রণালয়।

 তিনি বলেন, জাতির পিতা বলেছিলেন, ‘বাংলাদেশকে কেউ দাবায়ে রাখতে পারবেনা’। বাংলাদেশকে কেউ দাবায়ে রাখতে পারেনি, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। উত্তরাঞ্চলে আজ মঙ্গা নেই। এ অঞ্চলের মানুষ ধান, পিয়াজ, রসুন, পাট, বিভিন্ন ফলফলাদি আবাদ করে নিজেরা স্বাবলম্বী হয়েছে।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাঁথিয়া আওয়ামী লীগের সভাপতি মো. হাসান আলী খান, সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার গোস্বামী ও কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম‌্যান মো. সোহেল রানা খোকন ও মোছা. সেলিমা সুলতানাসহ উপস্থিত ছিলেন।

দিনের অপর একটি অনুষ্ঠানে সাঁথিয়ার উপজেলা পরিষদ অডিটরিয়ামে গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ৪র্থ শিল্প বিপ্লবের চ‌্যালেঞ্জ মোকাবেলায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার শেষ প্রান্তে এসে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, ধুমপান ও মাদকমুক্ত একটি উন্নত দেশ।

এমআই/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়