শিরোনাম
◈ নিষেধাজ্ঞার পর গোপনে সক্রিয়তা: পাল্টে যাবে কি আওয়ামী লীগের কৌশল? ◈ বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিতে টেকসই সংস্কারে জাতিসংঘের সহযোগিতার আশ্বাস ◈ মুস্তা‌ফিজ‌কে আই‌পিএ‌লে তিন ম্যাচের জন্যই এনওসি দি‌লো বি‌সি‌বি ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে সিরিজ জিতলো বাংলা‌দেশ ইমা‌র্জিং দল ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো টানা তৃতীয়বার সর্বোচ্চ, এবা‌রের আয় সা‌ড়ে ৩ হাজার কো‌টি টাকা ◈ নারীর ডাকে মৈত্রী যাত্রা: বৈষম্য-সহিংসতা প্রত্যাখ্যান করে ন্যায়ভিত্তিক সমাজের শপথ ◈ আই‌পিএল: মুস্তা‌ফিজ‌কে দলে নি‌য়ে ভারতীয়দের বিতর্কের মুখে দিল্লি ক‌্যা‌পিটালস ◈ শনিবার খোলা থাকবে ব্যাংক ও শেয়ার বাজার ◈ আমরা সঠিক পথে এগোচ্ছি এবং জনগণ আমাদের সঙ্গে আছে: মুহাম্মদ ইউনূস ◈ সাম্য হত্যা: শাহবাগ থানা ঘেরাও, আসামিদের গ্রেপ্তারে আলটিমেটাম (ভিডিও)

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৩, ০১:১৯ দুপুর
আপডেট : ০৪ মার্চ, ২০২৩, ০১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভ্যারাইটিস অব ডেমোক্রেসি প্রতিবেদন 

উদার গণতন্ত্র সূচকে ভারত ও বাংলাদেশের অবনতি, পাকিস্তানের উন্নতি

সালেহ্ বিপ্লব: বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত সুইডেন ভিত্তিক রিসার্চ ইনস্টিটিউট ভি-ডেম (ভ্যারাইটিস অব ডেমোক্রেসি) তাদের ২০২৩ সালের বৈশ্বিক গণতন্ত্র প্রতিবেদন প্রকাশ করেছে। ১৭৯ দেশের ওপর জরিপ করে তৈরি হয়েছে এ প্রতিবেদন। 

উদার গণতন্ত্রের সূচকে হিসেবে বাংলাদেশের অবস্থান ১৪৭। নির্বাচনভিত্তিক গণতন্ত্রের দেশ হিসেবে অবস্থান ১৩১। 

২০২২ সালের রিপোর্টে উদার গণতন্ত্রের সূচকে হিসেবে বাংলাদেশের অবস্থান ছিলো ১৪৬ এবং নির্বাচনভিত্তিক গণতন্ত্রের দেশ হিসেবে অবস্থান ছিলো ১৩৫। উদার গণতন্ত্রের সূচকে ভারতের অবস্থান ৯৭, নির্বাচনভিত্তিক গণতন্ত্রে ১০৮। আগের বছর অবস্থান ছিলো যথাক্রমে ৯৩ ও ১০০।

উদার গণতন্ত্রের সূচকে পাকিস্তানের অবস্থান ১০৬, নির্বাচনভিত্তিক গণতন্ত্রে ১১০। ২০২২ সালে এ অবস্থান ছিলো যথাক্রমে ১১৭ ও ১১৬।

প্রতিবেদনের একটি উল্লেখযোগ্য দিক হলো, আফ্রিকার যে সকল যুদ্ধবিধ্বস্ত দেশে বাংলাদেশী শান্তিরক্ষীরা কাজ করেছেন; উদার ও নির্বাচনভিত্তিক গণতন্ত্রের সূচকে তাদের অবস্থান বাংলাদেশকেও ছাড়িয়ে গেছে। 

উদার গণতন্ত্রের সূচকে মোজাম্বিকের অবস্থান ১১১, নির্বাচনভিত্তিক গণতন্ত্রে ১১৭। একইভাবে বাংলাদেশকে ছাড়িয়ে গেছে আইভরি কোস্ট (১১২, ৯৮) এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক (১২৬, ১২১), ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো (১২৮, ১১৯)।

উদার গণতন্ত্রের সূচকে শীর্ষ ৫ দেশ হচ্ছে যথাক্রমে ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, সুইজারল্যান্ড ও এস্তোনিয়া।

নির্বাচনভিত্তিক গণতন্ত্রের সূচকে শীর্ষ ৫ দেশ হচ্ছে যথাক্রমে ডেনমার্ক, সুইজারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও এস্তোনিয়া। 

এসবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়