শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৯:০৬ সকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৫৮ দুপুর

প্রতিবেদক : আরমান হোসেন

জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট  ইনডেক্সে ৮ ধাপ এগিয়েছে বাংলাদেশ

সালেহ্ বিপ্লব: ২০২০ সালে জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে (ইজিডিআই) বাংলাদেশের অবস্থান ছিলো ১১৯তম। এ বছর প্রকাশিত ইনডেক্সে দেখা গেছে, বাংলাদেশ ৮ ধাপ এগিয়ে ১৯৩টি দেশের মধ্যে ১১১তম স্থান অর্জন করেছে। এর পাশাপাশি ই-পার্টিসিপেশন সূচকে ২০ ধাপ এগিয়ে বাংলাদেশ ৭৫তম অবস্থানে রয়েছে।

ই-গভর্নমেন্ট ও ই-পার্টিসিপেশন নিয়ে জাতিসংঘের এটি দ্বাদশ জরিপ। জরিপের ফলাফল ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রকাশ করা হয়।

ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে বাংলাদেশের স্কোর ০.৫৬৩০।  আর ই-পার্টিসিপেশন বা ইপিআইতে স্কোর ০.৫২২৭। এই বছরের সূচকে স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ইজিডিআই র‌্যাংকিং নিয়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে।

ই-সেবা, আইন ও নীতি কাঠামো, টেলিযোগাযোগ অবকাঠামো এবং হিউম্যান ক্যাপিটালকে এই জরিপের মূল উপাদান ধরা হয়। জরিপে সব সদস্য রাষ্ট্রের ই-গভর্নমেন্ট বিষয়ক প্রকাশনা এবং বিভিন্ন অনলাইন সেবার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হয়ে থাকে। 

অনলাইন সার্ভিস ইনডেক্সে (ওএসআই) বাংলাদেশের স্কোর ০.৬৫২১। টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইনডেক্সে (টিআইআই) ০.৪৪৬৯ এবং হিউম্যান ক্যাপিটাল ইনডেক্সে (এইচসিআই) ০.৫৯।

জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ই-পার্টিসিপেশন টুলসের মাধ্যমে একদম তৃণমূল পর্যায়ে যোগাযোগ ও কাজ করা হয়।

জাতিসংঘ বলছে, বাংলাদেশ শীর্ষ স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) মধ্যে সর্বোচ্চ ইজিডিআই মান অর্জন করেছে। পরপর দুটি জরিপে উচ্চ ইজিডিআই গ্রুপে রয়েছে। বাংলাদেশে সরকারি সেবার দক্ষতা ও সক্ষমতা বাড়াতে ই-গভর্নেন্স চালু করেছে। 

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ডিজিটাল আর্থিক লেনদেনের ক্ষেত্রে অসামান্য উন্নতি করেছে। এজেন্ট ব্যাংকিং এবং মোবাইল আর্থিক পরিষেবার (এমএফএস) মাধ্যমে সারাদেশের গ্রাম পর্যায়ে ১০ কোটির বেশি মানুষের দোরগোড়ায় সব সেবা পৌঁছে দিতে পেরেছে। 

জাতিসংঘের প্রতিবেদনে আরো বলা হয়েছে, বাংলাদেশ সরকারের এটুআই, ইউএনডিপি, গেটস ফাউন্ডেশন এবং কনসালটেটিভ গ্রুপের সহযোগিতায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সব ধরনের ভাতা ডিজিটাল পদ্ধতির মাধ্যমে দেওয়া হচ্ছে। 

২০০১ সাল থেকে শুরু হওয়া জাতিসংঘের ই- গভর্নমেন্ট সার্ভে রিপোর্ট প্রতি দু’বছর পর পর প্রকাশ করা হয়।  ইউনাইটেড নেশনস ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স (ইউএনডিইএসএ) এ কাজটি করে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়