শিরোনাম
◈ ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ : বৈষম্যবিরোধী নেতা ◈ টিকে থাকলেও থমকে গেল গতি—২০২৫ সালে বাংলাদেশের অর্থনীতির বাস্তব চিত্র ◈ সৌদি আরবে বাংলাদেশি কর্মী প্রেরণে নতুন রেকর্ড ◈ অধ্যাদেশ জারি: অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি এক কোটি টাকা ◈ এ মাসের মধ্যেই হাদি হত্যাকাণ্ডে জড়িতদের মুখোশ উন্মোচন করা হবে: নৌ উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি বিশ্বকাপ দ‌লে নেই শান্ত ◈ হলফনামায় চমক: জোনায়েদ সাকির চেয়ে স্ত্রীর সম্পদ অনেক বেশি ◈ নি‌জের মাঠেই হোঁচট খে‌লো লিভারপুল ◈ বাছাইয়ের প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ হেভিওয়েট যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলো ◈ গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‘না’ দিলে কী পাবেন না

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ০৮:২৮ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ০৮:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তে মিয়ানমারের কর্মকাণ্ডকে দুর্ভাগ্যজনক বললেন চীনের রাষ্ট্রদূত

চীনের রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের কর্মকাণ্ডকে অত্যান্ত দুর্ভাগ্যজনক বললেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। সীমান্তের এই ঘটনাকে খুবই দুর্ভাগ্যজনক উল্লেখ করলেও এ তার কাছে  আর কোনো তথ্য নেই বলেও জানান তিনি।

সোমবার (২৬ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার এডমিরাল (অব.) মো. খুরশেদ আলমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন দেশটির রাষ্ট্রদূত।

চীনের রাষ্ট্রদূত বলেন, ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার এডমিরাল (অব.) মো. খুরশেদ আলম সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে বৈঠকে আলোচনা করেছেন। বন্ধুদের মধ্যে যেমন নানা বিষয়ে আলোচনা হয়, আমরাও তেমন অনেক বিষয়ে কথা বলেছি।

বৈঠকে রোহিঙ্গাদের তাদের স্বদেশে প্রত্যাবাসনের উপায় এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে আলোচনা হয়েছে। দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। আন্তর্জাতিক নানা বিষয়ে সহযোগিতা প্রসঙ্গেও আলোচনা করেছি।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে আলোচনা ও উপায় খুঁজতে বাংলাদেশ, মিয়ানমার ও চীনের একটি ত্রিপক্ষীয় প্রক্রিয়া রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়