শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২২, ০৬:৫৯ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২২, ০৬:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহৎ শিল্পসহ ছয় ক্যাটাগরিতে রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার পাচ্ছে ২০ প্রতিষ্ঠান

মনজুর এ আজিজ: ছয়টি ক্যাটাগরিতে রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার-২০২০ পাচ্ছে ২০ শিল্পপ্রতিষ্ঠান। জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদানের স্বীকৃতি, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার দেওয়া হচ্ছে। গত ২ আগস্ট পুরস্কারের জন্য মনোনীতদের তালিকার প্রজ্ঞাপন জারি করেছে শিল্প মন্ত্রণালয়। ১০ আগস্ট তা গেজেট আকারে প্রকাশিত হয়।

এ বছর বৃহৎ শিল্প ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম পুরস্কার পাচ্ছে রানার অটোমোবাইলস ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। যৌথভাবে দ্বিতীয় হয়েছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ ও ফারিহা স্পিনিং মিলস। তৃতীয় হয়েছে এনভয় টেক্সটাইল।
মাঝারি শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে নোমান টেরি টাওয়াল মিলস। যৌথভাবে দ্বিতীয় হয়েছে মাসকোটেক্স লিমিটেড ও এপিএস ডিজাইন। যৌথভাবে তৃতীয় হয়েছে বেঙ্গল পলিমার ওয়্যারস ও অকো-টেক্স লিমিটেড।

ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরষ্কার পাচ্ছে মাসকো ওভারসিজ লিমিটেড। যৌথভাবে দ্বিতীয় পুরস্কার পাচ্ছে আব্দুল জলিল লিমিটেড ও প্যাসিফিক সী ফুডস। এছাড়া তৃতীয় হয়েছে মাধবদী ডাইং ফিনিশিং মিলস। এছাড়া মাইক্রো শিল্প শ্রেণিতে শুধু প্রথম পুরস্কার পাচ্ছে মাসকো ডেইরী এন্টারপ্রাইজ।

কুটির শিল্পে প্রথম পুরস্কার ও দ্বিতীয় পুরস্কার পাচ্ছে যথাক্রমে ইন্টেলিজেন্ট কার্ড লিমিটেড ও রং মেলা নারী কল্যাণ সংস্থা (আরএনকেএস)। পাশাপাশি হাই-টেক শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে ফেয়ার ইলেকট্রনিক্স। আর দ্বিতীয় হয়েছে মীর টেলিকম লিমিটেড ও তৃতীয় হয়েছে সার্ভিস ইঞ্জিন লিমিটেড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়