শিরোনাম
◈ জাতিসংঘে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলন আজ, ৭৫টি দেশ ও সংস্থার প্রতিনিধি অংশ নিবে ◈ পুলিশের কাজে গতি বাড়াতে নির্মাণ হচ্ছে থানা-ফাঁড়ি  ◈ আগামী বছর জানুয়া‌রি‌তে সৌদি আর‌বে হ‌বে স্প্যানিশ সুপার কাপ ◈ খাগড়াছড়ির সহিংসতায় সাজেক পর্যটকশূন্য: পূজার ছুটির বুকিং বাতিল, লোকসানে রিসোর্ট মালিকরা ◈ গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা, হামাসের জন্য সাধারণ ক্ষমা ◈ দোহা হামলার দায় স্বীকার করে কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থনের অঙ্গীকার করেছেন জাতিসংঘ মহাসচিব ◈ গাজা যুদ্ধের ইতি? ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন করলেন নেতানিয়াহু ◈ ‘ভাইয়া—আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল, আমি শুধু নির্বাচনটাই করেছিলাম’, আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট ◈ ভারতে কম দামে ইলিশ রফতানি, বৈদেশিক আয় কমবে ১২০ কোটি টাকা!

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২১ সকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর: মুহাম্মদ ইউনূস

বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনের সময় হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ নাকচ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশে ‘হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই।’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নতুন ধারার সংবাদমাধ্যম জিটিওর সাংবাদিক মেহদি হাসানকে দেওয়া সাক্ষাৎকারে এ কথাগুলো বলেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারটি সোমবার প্রকাশ করেছে জিটিও।

হিন্দুদের ওপর নির্যাতন–নিপীড়নের অভিযোগ নাকচ করে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর।’

২০২৪ সালে গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান হন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তাকে বেছে নেওয়ার যে সিদ্ধান্ত মানুষ নিয়েছিল, সে সম্পর্কে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমি বিস্মিত হয়েছিলাম।’ ‘অনিচ্ছা সত্ত্বেও তা মেনে নিয়েছিলেন’ তিনি। সে সময় আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘আপনারা যদি এত কিছু ত্যাগ করতে পারেন, তবে আমি আমার সিদ্ধান্ত বদলাব।’

সাক্ষাৎকারে আরও কিছু বিষয় নিয়ে কথা বলেন অধ্যাপক ইউনূস। এর মধ্যে ছিল জাতীয় নির্বাচন দেরি হওয়ার যৌক্তিকতা, রোহিঙ্গা সংকট ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করাসংশ্লিষ্ট নানা বিষয়।

সূত্র: বাসস

  • সর্বশেষ
  • জনপ্রিয়