শিরোনাম
◈ মূল্যস্ফীতির লাগাম টানতে কড়াকড়ি, বিনিয়োগ বাড়াতে ভারসাম্যের খোঁজে বাংলাদেশ ব্যাংক ◈ গভীর সমুদ্রে মাছ আহরণের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ.লীগের নতুন পরিকল্পনা হাসিনাকে দেশে ফেরাতে, ঢাকায় প্রশিক্ষণ ◈ সাপুড়ের প্রাণ নেয়া সাপটিকে কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে ◈ লুইস ‌দিয়াস লিভারপুল ছেড়ে দি‌লেন, চার বছরের চুক্তিতে ঢুক‌লেন বায়ার্নে মিউ‌নি‌খে ◈ রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না: আইন উপদেষ্টা  ◈ দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ব্লগার অভিজিৎ রায় হত্যা: জামিন পেলেন সাজাপ্রাপ্ত আসামি ফারাবী ◈ প্রথম পর্বে ৬২ বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো, তালিকা প্রকাশ করলো কমিশন ◈ জামায়াত আমিরের হার্টে তিনটি ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৫, ১১:২৭ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

জুলাই অভ্যুত্থানের নামে চাঁদাবাজি ও আর্থিক অনিয়মের অভিযোগ, কীভাবে এই পরিস্থিতি তৈরি হলো?

এল আর বাদল : বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের অনেক নেতার বিরুদ্ধে সম্প্রতি চাঁদাবাজি বা অবৈধ আর্থিক লেনদেনসহ নানা ধরনের অভিযোগ সামনে এসেছে। সামাজিক মাধ্যমে এ নিয়ে প্রকাশ্যেই বক্তব্য দিতে দেখা গেছে সংগঠনটির অনেককে। জুলাই অভ্যুত্থানের বছর না পেরোতেই এসব কর্মকাণ্ড নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

জুলাইকে 'মানি মেকিং মেশিনে' পরিণত করা হয়েছে, ফেসবুক লাইভে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার দেয়া বক্তব্যের রেশ না কাটতেই এবার অস্ট্রেলিয়ার সিডনিতে সাড়ে ৬ কোটি টাকা আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ও তার ভাইয়ের বিরুদ্ধে।

তবে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ নিয়ে পাল্টা পোস্টে মাহফুজ আলম তার বিরুদ্ধে আনা অভিযোগকে 'ষড়যন্ত্র' বলে উল্লেখ করেছেন। ----- বি‌বি‌সি বাংলা 

এর আগে ঢাকার গুলশানে সাবেক এক এমপির বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনা ঘটে। যা নিয়ে আলোচনা সমালোচনার মুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সব কমিটির কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয়া হয়।

ওই ঘটনায় পুলিশের হাতে আটক হওয়া পাঁচজনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে বহিষ্কার করা হয়। যাদের বিচার প্রক্রিয়া আদালতে চলমান।

এমন পরিস্থিতির কারণ হিসেবে অভিযুক্তদের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততাকেও দায়ি করছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে।

কারণ নানা ধরনের অভিযোগ উঠলেও তার বিরুদ্ধে সরকারের কোনো শক্ত অবস্থান দেখা যাচ্ছে না। এ কারণে এই ধরনের অপরাধের প্রবণতা বাড়ছে।

অভিযোগের প্রেক্ষিতে নেতাদের বক্তব্য

অর্থ লেনদেনের সব শেষ অভিযোগটি এসেছে জুলাই গণ অভ্যুত্থানের নেতা ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ও তার ভাই জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহির বিরুদ্ধে।

গত ২৮শে জুলাই বনি আমিন নামের একজন অনলাইন অ্যাক্টিভিস্ট সামাজিক মাধ্যমে দেয়া একটি পোস্টে দাবি অস্ট্রেলিয়ার সিডনিতে সাড়ে ছয় কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন । বিষয়টি নিয়ে এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা।

এরপরই উপদেষ্টা মাহফুজ আলম ও তার ভাই ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।

যেখানে দাবি করা হয়, "একটি ফেসবুক স্ট্যাটাস থেকে তার বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতার গুজব ছড়ানো হচ্ছে।" এ প্রসঙ্গে নিজের অ্যাকাউন্টের গত ৬ মাসের বিবরণীও প্রকাশ করেন মি. মাহির।

উপদেষ্টা মাহফুজ আলম তার পোস্টে উল্লেখ করেন, "আমাদের এক বন্ধু একজন ব্যক্তিকে আমার ভাইয়ার সাথে দেখা করায়। বিটিভির একটা টেন্ডারের কাজ করে দিলে তারা পার্সেন্টেজ দিবে এবং জুলাই নিয়ে কয়েকটা দেশে প্রোগ্রামের জন্য হেল্প করবে। আমি জানার পর এটা নিষেধ করে দেই।"

"আজকাল অনেকের লেজকাটা যাচ্ছে বলে, আমার বিরুদ্ধে লেগেছেন। নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত। শুরুতে এভাবে পোস্ট দিলেও পরে কিছুটা বদলে "বিভিন্ন দলের কয়েকজন মহারথী এতে জড়িত"- এভাবে উল্লেখ করেন মি.আলম।

এর আগে গত ২৭শে জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার একটি ফেসবুক লাইভ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়।

যেখানে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে লাইভে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়া থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত নানা ঘটনা ও তথ্য তুলে ধরেন তিনি৷

তিনি বলেন, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবগুলো সিদ্ধান্ত হেয়ার রোডে (উপদেষ্টাদের বাসভবন) বসে ঠিক করা হতো সেগুলোই বাস্তবায়ন হতো।

মিজ উমামা তার ওই লাইভে বলেছেন, 'জুলাই একটা অনেক বড় ধরনের অভিজ্ঞতা ছিল৷ কিন্তু আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হওয়ার পর প্রথম আবিষ্কার করেছি যে, এগুলো দিয়ে লোকজন নানা কিছু করছে৷ আমার কখনো মাথায়ই আসেনি যে এগুলো দিয়ে টাকা-পয়সা ইনকাম করা যায়৷ তাহলে হোয়াই ইন দ্য আর্থ এটাকে আমি একটা মানি মেকিং মেশিনে পরিণত করতে যাব? কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়েছে।"

এর আগে গত মার্চ মাসে চাঁদাবাজির অভিযোগে রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির মুখপাত্র নাহিদ হাসান খন্দকারকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

এই বছরের এপ্রিলে খুলনা নগরীতে একটি বাড়িতে ঢুকে গোয়েন্দা পুলিশ-ডিবি ও সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে চার শিক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

সোমবার ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির একটি সমাবেশে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, ''খুবই দুঃখজনক বিষয়, আমাদের নাম–পরিচয় ব্যবহার করে, এনসিপির ব্যানার ব্যবহার করে অনেকে চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন। আমাদের নেতা–কর্মী যাঁরা আছেন, আমরা মুখে মুখে বলব, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি গিয়ে করবেন চাঁদাবাজি—এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাশত করব না।

এর একদিন আগেই রাজধানীর গুলশান থেকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজন এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের এক নেতাসহ পাঁচজন।

এছাড়া ঢাকার ধানমণ্ডির একটি বাড়িতে সমন্বয়ক পরিচয় দিয়ে মব হামলার পর আটককৃতদের থানা থেকে ছাড়িয়ে এনে আলোচনায় এসেছিলেন এনসিপির আরেকজন নেতা আব্দুল হান্নান মাসুদ। তাকেও গত মে মাসে ওই ঘটনার পর দল থেকে শোকজ করা হয়েছিলো।

গত বছর সেপ্টেম্বরে সাভারে সমন্বয়ক পরিচয়ধারী এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দেয়ার পর মামলা দায়ের করা হয়। অভিযোগ রয়েছে, দলবল নিয়ে একটি বাড়িতে তল্লাশির জন্য গিয়ে চাঁদা দাবি করেছিল সে।

এমনকি দুর্নীতির অভিযোগে অভ্যুত্থানের নেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি থেকে অব্যাহতি দেয়া হয় যু্গ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে।

এসব অভিযোগের প্রেক্ষিতে অবশ্য ব্যবস্থা নেয়ার কথা বলছেন সংগঠনের নেতারা। এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও মুখপাত্র আরিফুল ইসলাম আদীব বলছেন, অভিযোগ পাওয়া মাত্র অন্তত চারটি ঘটনায় তারা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন।

কারও বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে বা কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে বলে দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান ইনাম।

বিবিসি বাংলাকে তিনি বলছেন, "এরা সুযোগ সন্ধানী। কারও বিরুদ্ধে অভিযোগ এলেই আমরা তাদের পদ স্থগিত করবো। বহিষ্কার করবো, প্রয়োজনে আইনের হাতে তুলে দিবো।

অন্তর্বর্তী সরকারকে দায় দিচ্ছেন বিশ্লেষকরা

জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

দায়িত্ব নেওয়ার পর নানা সময় ছাত্র-জনতাকেই সরকারের নিয়োগকর্তা হিসেবে উল্লেখ করেছেন তিনিসহ সরকারের অনেক উপদেষ্টা।

এছাড়া সরকারের উপদেষ্টা পরিষদ ও সংস্কার কমিশন থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়েও যুক্ত করা হয় গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্র প্রতিনিধিদের অনেককে।

বিশ্লেষকরা বলছেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে সরকারের এমন পদক্ষেপ ছিল ইতিবাচক। কিন্তু সময়ের সাথে সাথে সমন্বয়ক পরিচয়ে দুর্নীতি এবং চাঁদাবাজির অভিযোগ এই পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান বিবিসি বাংলাকে বলছেন, "সরকার তো শুরু থেকে কোনো শক্ত পদক্ষেপ নিতে একটা ইতঃস্তত ভূমিকা পালন করেছে।

তি‌নি বলেন, একটা আদর্শ নিয়ে সবাই এই আন্দোলনে যোগ দিলেও যখন সরকার পরিবর্তন হলো, তখন একটা যে বিশাল পাওয়ার ভ্যাকুয়াম তৈরি হয়ে গেল, তারপর এনাদের অনেকেই যে একটা ক্ষমতার জায়গাই চলে আসলেন, আমার ধারণা, দে কুড নট রিয়েলি আন্ডারস্ট্যান্ড দ্যাট হাউ টু ইউজ দিস রেসপনসাবিলিটি (কীভাবে ক্ষমতা সামলাতে হবে হবে, সেটা তারা বুঝতে পারেননি)।"

ক্ষমতার ভারসাম্য না থাকায় অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেকে কথিত সমন্বয়ক সেজে পরিস্থিতি সুযোগ নিয়েছে বলেও মনে করেন মি. শাহান। সেই সাথে এসব দল বা সংগঠনগুলো নিজেদের কর্মীদের কতটা নজরদারী করতে পারছে, সেই প্রশ্নও তুলছেন বিশ্লেষকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়