শিরোনাম
◈ গোপালগঞ্জে কাদের গুলিতে চারজন নিহত? ◈ ফিরে দেখা ১৮ জুলাই: ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে ঘিরে ব্যাপক সংঘর্ষ, সারাদেশে নিহত ৩১ ◈ ইরানে ফের হামলার পরিকল্পনা ইসরায়েলের ◈ ওবামা দম্পতির বিয়েবিচ্ছেদের গুজব উড়িয়ে মিশেল বললেন: "এক মুহূর্তের জন্যও বারাককে ছেড়ে যাওয়ার কথা ভাবিনি" ◈ কুমিল্লায় হত্যার রহস্য উন্মোচন: ঋণের টাকা পরিশোধ করতে অটো চালক বন্ধুকে কুপিয়ে হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেফতার ◈ গোয়েন্দা ব্যর্থতায় হাসিনার পতন, কলকাতায় বসে দাবি হাছান মাহমুদের ◈ দুর্দান্ত খে‌লে‌ছে বাংলা‌দেশ নারী দল, ভুটান‌কে হারা‌লো ৩-০ গো‌লে ◈ ১৮ জুলাই যে পদ্ধতিতে ৫ দিন মেয়াদি ফ্রি ইন্টারনেট পাবেন গ্রাহকরা ◈ মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ◈ ১৭ বছরের কিশোরকে নিয়ে পালালেন ৪০ বছর বয়সী দুই সন্তানের জননী

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৫, ০৫:৩৮ বিকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিঠি ছিঁড়ে ফেলার ঘটনায় আরও তিন কর পরিদর্শক বরখাস্ত

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) শৃঙ্খলা ভঙ্গ ও আন্দোলনের প্রেক্ষিতে বদলির চিঠি প্রকাশ্যে ছিঁড়ে ফেলার অভিযোগে আরও তিন কর পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বৃহস্পতিবার (১৭ জুলাই) এ বিষয়ে পৃথক তিনটি আদেশে সই করেন।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর পরিদর্শক আবদুল্লাহ আল মামুন, কর অঞ্চল-৬-এর রুহুল আমিন এবং কর অঞ্চল-২-এর লোকমান আহমেদ।

আদেশে বলা হয়েছে, পাঁচ জন উপ-কর কমিশনারের বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে তারা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন এবং সংশ্লিষ্ট আদেশ অমান্যকারীদের সমর্থন দিয়েছেন। এ ধরনের আচরণ ‘সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারার’ পরিপন্থি হওয়ায় তদন্তপূর্বক বিভাগীয় কার্যক্রমের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরখাস্তকালীন সময়ে তারা সরকারিবিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

প্রসঙ্গত, গত এক মাসে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের ধারাবাহিকতায় এখনও পর্যন্ত ২৭ জনকে সাময়িক বরখাস্ত করা হলো। এর মধ্যে গত মঙ্গলবার ১৪ জন এবং বুধবার ৯ জন কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত হন।

সাম্প্রতিক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন— এনবিআরের দ্বিতীয় সচিব, অতিরিক্ত কর কমিশনার, যুগ্ম ও উপকর কমিশনারসহ মূসক, আয়কর ও কাস্টমস বিভাগে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। তাদের মধ্যে অনেকে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর সঙ্গে যুক্ত ছিলেন এবং গত জুন মাসে সংঘটিত আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন বলে জানা গেছে।

উল্লেখ্য, এনবিআর পুনর্গঠনের অংশ হিসেবে চলতি বছরের ১২ মে ‘জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’—এ দুই পৃথক বিভাগ গঠনের অধ্যাদেশ জারি করা হয়। এরই ধারাবাহিকতায় এনবিআরের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা ‘সমন্বিত ও যৌক্তিক সংস্কারের’ দাবিতে প্রায় দেড় মাস ধরে আন্দোলন করে আসছিলেন।

২৮ ও ২৯ জুন দেশজুড়ে কর্মবিরতির মাধ্যমে আন্দোলন চূড়ান্ত রূপ নেয়। পরে ব্যবসায়ীদের মধ্যস্থতায় আন্দোলন প্রত্যাহার করা হলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে শুরু করে এনবিআর।

এ প্রক্রিয়ার অংশ হিসেবে একজন কমিশনার, তিনজন সদস্য এবং আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। একইসঙ্গে দুর্নীতি দমন কমিশন (দুদক) ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, যারা আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন বলে অভিযোগ রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়