শিরোনাম
◈ আগস্টে বাংলাদেশে সফর‌ নি‌য়ে সিদ্ধান্তহীনতায় ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ তিন ইস্যু নিয়ে থমকে আছে ভোটের সিদ্ধান্ত ◈ অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্টে ‌খেল‌বে বাংলাদেশ এ’ দল ◈ সাবেক সিইসি নুরুল হুদার রাষ্ট্রদ্রোহ মামলায় দায় স্বীকার, আদালতে জবানবন্দি ◈ বার্ডে ৭ পদের জন্য আবেদন ২৩ হাজার! হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, নিয়োগে তদবিরের অভিযোগে উদ্বিগ্ন প্রশাসন ◈ উজিরপুরে যৌতুক না পেয়ে নবজাতক বিক্রির অভিযোগ, প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ আদমদীঘিতে অবরোধ করে সড়কে মরিচ ফেলে কৃষকদের প্রতিবাদ ◈ পরিবেশ বিধ্বংসী ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করলেন ইউএনও ◈ ৮৫০ কোটি টাকার সার কিনছে সরকার, এলএনজি আমদানির অনুমোদন  ◈ এনবিআরের লুতফুলসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

প্রকাশিত : ১২ মে, ২০২৫, ০৩:৪৮ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ. লীগের নিবন্ধন বাতিল ইস্যুতে বৈঠক শেষে যা বলছে ইসি (ভিডিও)

আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিষিদ্ধ ঘোষণার পর দলটির নিবন্ধন বাতিল প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন বলেছেন, সূর্য উঠে গেলে পরিষ্কার হবে।

সোমবার (১২ মে) নির্বাচন ভবনে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের গেজেটটি এখনও পাইনি। গেজেটটা আসেনি, তাই সিদ্ধান্ত নিতে পারিনি। অফিসিয়াল গেজেট না পেলে তো কিছু বলা যায় না।’

প্রজ্ঞাপন হলে নিবন্ধন বাতিল সম্ভব কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, ‘সেটা হলে বলতে পারব। আমরা এই দেশের জন্য কাজ করি... সূর্য উঠে গেলে পরিষ্কার হবে। প্রজ্ঞাপন হলে জানতে পারবেন।’

অন্য এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘নির্বাচন কমিশন বাংলাদেশেরই একটি প্রতিষ্ঠান, আমরা কনসার্ন, কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন পেলেই ব্যবস্থা নেয়া হবে।’

জাতীয় নাগরিক কমিটির আন্দোলনের প্রেক্ষিতে গত ১০ মে সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, সরকার কোনো দলকে নিষিদ্ধ করলে নির্বাচন কমিশনের (ইসি) তার নিবন্ধন বাতিল করার বাধ্যবাধকতা রয়েছে।

কোনো দলের নিবন্ধন বাতিল হলে সেই দলটি নিজের প্রতীকে ভোটে প্রার্থী দিতে পারে না। ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালুর পর থেকে এ পর্যন্ত ৫৫টি দলকে নিবন্ধন দিয়েছে ইসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়