শিরোনাম
◈ মার্কিন শুল্কে তৈরি পোশাক খাতের উদ্বেগ অস্বস্তি কি কেটে গেছে? ◈ স্বাধীনতা অর্জন পর্যন্ত সশস্ত্র প্রতিরোধ চলবে: হামাসের ঘোষণা ◈ এনসিপি নেতাদের ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ নিয়ে ভিডিও বার্তা ◈ নাশকতার আশঙ্কায় আগস্টজুড়ে চলবে চিরুনি অভিযান: ডিএমপি ◈ সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক নির্বাচন ◈ নিবন্ধনপ্রত্যাশী এনসিপিসহ ১৪৪ দলের তথ্য জমার সময়সীমা শেষ আজ ◈ ঘরে ঘরে হঠাৎ বেড়েছে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা, চিকিৎসকরা বলছেন একসঙ্গে তিন ভাইরাস ছড়াচ্ছে ◈ জুলাই সনদ নিয়ে ভুয়া‌ চিঠি, পুলিশ সদর দপ্তরের হুঁশিয়ারি ◈ শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন হবে না: উপদেষ্টা ফরিদা আখতার (ভিডিও) ◈ বেনাপোল বন্দর এলাকায় দুর্ধর্ষ চুরির ৪৮ ঘন্টার মধ্যে চোর গ্রেফতার

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৫, ০১:২১ রাত
আপডেট : ২১ জুলাই, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ হত্যা মামলায় সাবের হোসেন চৌধুরী জামিন পায় আর আমি ৩২৩ ধারার মামলায় জামিন পাই না: ব্যারিস্টার সুমন (ভিডিও)

নিজেকে বৈষম্যের শিকার বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে থাকা হবিগঞ্জ–৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সৈয়দ সায়েদুল হক ওরফে ব্যারিস্টার সুমন।  তিনি বলেছেন, ‘সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে ৬ টা হত্যা মামলা তাও উনি জামিন পেয়েছেন।  আমার বিরুদ্ধে কোনো হত্যা মামলা নেই তাও আমি জামিন পাই না, আমি বৈষম্যের শিকার।'

সোমবার (০৭ এপ্রিল) দুপুরে মামলার শুনানির জন্য হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল সৈয়দ সায়েদুল হক ওরফে ব্যারিস্টার সুমনকে।  শুনানি শেষে বিচারক কামরুল ইসলাম ব্যারিস্টার সুমনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।  আদালতের রায়ের পর সুমনকে কারাগারে নেয়ার পথে এসব কথা বলেন তিনি।

জানা গেছে, চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে গত বছরের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একটি মামলা হয়। পরে গত বছরের ১১ সেপ্টেম্বর দায়ের করা এ মামলায় সায়েদুল হকসহ ৯৭ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।  অজ্ঞাতনামা আসামি ২০০ জন।  এ মামলা ছাড়া সায়েদুল হকের বিরুদ্ধে আরও মামলা রয়েছে।

এর মধ্যে রাজধানীর মিরপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলায় গত বছরের ২১ অক্টোবর গ্রেপ্তার করা হয় সায়েদুল হককে।  গ্রেপ্তার হওয়ার পর থেকেই তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। দুই দিন আগে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে আনা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চুনারুঘাটে হামলার ঘটনায় করা মামলার শুনানি ছিল সোমবার।  বেলা দুইটার দিকে বিশেষ নিরাপত্তার মাধ্যমে সায়েদুল হককে আদালতে আনে পুলিশ।  এ সময় আদালত প্রাঙ্গণে ভিড় জমে যায়।  হবিগঞ্জ জুডিশিয়াল আদালতে হাজির করার পর সায়েদুল হকের পক্ষ থেকে জামিন চাওয়া হয়।  শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন আদালতের বিচারক মো. কামরুল ইসলাম।  আসামিকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন তিনি। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়