শিরোনাম
◈ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ ◈ শনিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি প্রাথমিক শিক্ষকদের ◈ নির্বাচনের আগে গণভোট চাওয়া নির্বাচন বানচালের ষড়যন্ত্র: মির্জা ফখরুল

প্রকাশিত : ৩০ জুন, ২০২২, ০২:৪৪ রাত
আপডেট : ৩০ জুন, ২০২২, ০১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লড়াকু বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের শ্রদ্ধা

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

সালেহ্ বিপ্লব: মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, কঠিন প্রতিকূলতা কাটিয়ে উঠতে পেরেছে বলে তার দেশ বাংলাদেশের মতো একটি জাতির প্রতি শ্রদ্ধা জানায়। যুক্তরাষ্ট্রও স্বাধীনতা লাভের জন্য রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আবির্ভূত হয়েছিল। বাসস

বুধবার ঢাকায় আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত এ কথা বলেন। 

তিনি বলেন, এ বছর যখন আমরা দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করছি, তখন আমরা বাংলাদেশের প্রতি শ্রদ্ধা জানাই, যে জাতি স্বাধীনতা লাভের জন্য রক্তক্ষয়ী যুদ্ধের পরে আবির্ভূত হয়েছে। 

হাস বলেন, ভবিষ্যত বাংলাদেশের জন্য কী বয়ে আনবে এবং বাংলাদেশ ভবিষ্যতে কী বয়ে আনবে তার জন্য আমরা অপেক্ষা করছি।

রাষ্ট্রদূত বলেন, মার্কিন স্বাধীনতা দিবস ৪ জুলাই এমন একটি দিন যখন আমেরিকানরা গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে তাদের প্রবীণদের আত্মত্যাগকে সম্মান প্রদর্শন করে।

আমেরিকার প্রতিষ্ঠাতারা আরও নিখুঁত ঐক্য গড়ে তোলার আকাক্সক্ষা প্রকাশ করেছিলেন উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, আমাদের কোন দেশই (যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ) নিখুঁত নয়। বিনয় ও আত্মবিশ্বাসের সঙ্গে আমেরিকানরা প্রতিদিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। কারণ, আমরা আমাদের গণতন্ত্রের দুর্বলতাগুলিকে মোকাবেলা করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়