শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ৩০ জুন, ২০২২, ০২:৪৪ রাত
আপডেট : ৩০ জুন, ২০২২, ০১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লড়াকু বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের শ্রদ্ধা

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

সালেহ্ বিপ্লব: মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, কঠিন প্রতিকূলতা কাটিয়ে উঠতে পেরেছে বলে তার দেশ বাংলাদেশের মতো একটি জাতির প্রতি শ্রদ্ধা জানায়। যুক্তরাষ্ট্রও স্বাধীনতা লাভের জন্য রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আবির্ভূত হয়েছিল। বাসস

বুধবার ঢাকায় আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত এ কথা বলেন। 

তিনি বলেন, এ বছর যখন আমরা দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করছি, তখন আমরা বাংলাদেশের প্রতি শ্রদ্ধা জানাই, যে জাতি স্বাধীনতা লাভের জন্য রক্তক্ষয়ী যুদ্ধের পরে আবির্ভূত হয়েছে। 

হাস বলেন, ভবিষ্যত বাংলাদেশের জন্য কী বয়ে আনবে এবং বাংলাদেশ ভবিষ্যতে কী বয়ে আনবে তার জন্য আমরা অপেক্ষা করছি।

রাষ্ট্রদূত বলেন, মার্কিন স্বাধীনতা দিবস ৪ জুলাই এমন একটি দিন যখন আমেরিকানরা গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে তাদের প্রবীণদের আত্মত্যাগকে সম্মান প্রদর্শন করে।

আমেরিকার প্রতিষ্ঠাতারা আরও নিখুঁত ঐক্য গড়ে তোলার আকাক্সক্ষা প্রকাশ করেছিলেন উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, আমাদের কোন দেশই (যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ) নিখুঁত নয়। বিনয় ও আত্মবিশ্বাসের সঙ্গে আমেরিকানরা প্রতিদিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। কারণ, আমরা আমাদের গণতন্ত্রের দুর্বলতাগুলিকে মোকাবেলা করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়