আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব: [২] বহুতল ভবন নির্মাণের জন্য পাহাড় কেটে কাজ করার সময় সৌদি আরবের রিয়াদে বলিবার্ড আলবাওয়ানির একটি নির্মাণ সাইটে মাটি চাপায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশি আহত হয়েছেন।
[৩] নিহত নাছির উদ্দীন সিলেটের গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও গ্রামের বাসিন্দা ও তেরা মিয়া সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সুন্দাউরা গ্রামের বাসিন্দা।
[৪] উক্ত দুর্ঘটনায় আহত হন নুরুল আমিন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার আঙ্গারজুর গ্রামের বাসিন্দা ও রাজিব মিয়া, সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার দলইর গাঁও গ্রামের বাসিন্দা।
[৫] স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বলিবার্ড আলবাওয়ানির একটি নির্মাণ সাইটে খননকার্য চলাকালীন মাটি ধসে পড়ে। এতে ৪জন বাংলাদেশি শ্রমিক আহত হন। তাদের মধ্যে নাছির উদ্দীন ও তেরা মিয়া ঘটনাস্থলেই মারা যান। আহত নুরুল আমিন ও রাজিব মিয়াকে রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[৬] নিহতদের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে। সম্পাদনা: হ্যাপী
প্রতিনিধি/এইচএ