শিরোনাম
◈ আগামী নির্বাচনে ভোটার আস্থা নিশ্চিতই প্রধান দায়িত্ব: ফেসবুক বার্তায় তারেক রহমান ◈ ফেব্রুয়া‌রির নির্বাচ‌নে জামায়াতে ইসলামী‌কে দিল্লি কোন চোখে দেখবে? ◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি

প্রকাশিত : ১০ মে, ২০২৫, ০৮:৪১ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৪: এবার আজীবন সম্মাননা পাচ্ছেন প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা

মনিরুল ইসলাম : বিগত বছরের ধারাবাহিকতায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৪। আগামী ১৯ মে হোটেল সোনারগাঁয়ে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে সঙ্গীতের বিভিন্ন ক্যাটাগরীতে সম্মাননা প্রদান করা হবে সঙ্গীত জগতের এই বৃহৎ আয়োজনে। 

এবারে আজীবন সম্মাননা পাচ্ছেন প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা। 

এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে চ্যানেল আই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইমপ্রেস চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস চ্যানেল আই-এর পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন, সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা। মিউজিক অ্যাওয়ার্ডস এর সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা ব্যাংক পিএলসির পক্ষে রায়হান কাওসার, দেশবন্ধু বেভারেজ এর সিইও মো. ইদ্রিসুর রহমান। জুরিবোর্ড সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী মো. খুরশীদ আলম, মেহরীন, ফুয়াদ নাসের বাবু  সহ সঙ্গীত জগতের অনেকে। 

ফেরদৌস আরা বলেন, এই আজীবন সম্মাননা আমার সংগীত জীবনে বড় প্রাপ্তি।  আমাকে আরও দায়িত্বশীল করে তুলবে। পুরস্কার মানেই সন্মান। এই পরিনত বয়সে  চ্যানেল আই আমাকে যে সন্মান দিচ্ছে তারজন্য কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই। 

তিনি বলেন, আমি সারাজীবনই নজরুল চর্চ্চা নিয়েই কাজ করছি। যতদিন আমার গলা ভালো থাকবে ততদিন আমি নজরুল সংগীত নিয়েই থাকতে চাই। জীবনে অনেক অফার পেয়েছি।।চলচ্চিত্রে অভিনয় করার জন্য অনেকে বলেছেন। আমি তাতে গা ভাসাইনি। নজরুল সংগীত ও তার গবেষণা নিয়েই আছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়