শিরোনাম

প্রকাশিত : ১০ মে, ২০২৫, ০৭:৫৭ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে পারলো না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছিলো বাংলাদেশ 'এ' দল। সুযোগ ছিল তৃতীয় ওয়ানডে জিতে হোয়াইট ওয়াশ করার। তবে তা আর হলো না। ঘুরে দাঁড়িয়ে এবার বাংলাদেশকেই হারিয়ে দিলো নিউজিল্যান্ড। সিরিজ শেষ হলো ২-১ ব্যবধানে।

সিলেটে আগে ব্যাট করে ব্যাটারদের ব্যর্থতায় ২২৭ রানেই হয়েছে অলআউট বাংলাদেশ 'এ' দল। ৪ নম্বরে নামা ইয়াসির আলি রাব্বির ৬৩ ও ৮ নম্বরে নামা নাসুম আহমেদের ৬৭ রানে চড়ে ২০০ পার করতে পেরেছে স্বাগতিকরা। --- ডেই‌লি ক্রিকেট

জবাবে মাঝে বিপদের শঙ্কা জাগলেও শেষ পর্যন্ত ৪ উইকেটের জয় নিয়েই মাঠ ছাড়ে নিউজিল্যান্ড 'এ' দল। ৪৮.২ ওভারে ম্যাচ জেতার পথে সর্বোচ্চ ৩৬ রানে অপরাজিত ডিন ফক্সক্রফট। ২৮ রানে অপরাজিত ছিলেন জ্যাক ফোলকেস।
লক্ষ্য তাড়ায় নেমে ভালো শুরুই পায় নিউজিল্যান্ড 'এ' দল। দুই ওপেনার রিস মারিউ (৩৩) ও ডেল ফিলিপস (৩৪) তুলে ফেলে ৭৭ রান। যদিও দুজনেই ফিরেছেন ফিফটির সুযোগ মিস করে।

অধিনায়ক নিক কেলিও ১৯ রানের বেশি করতে পারেননি। ক্রিজে থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ জো কার্টার (৩৩)। এরপর নিয়মিত বিরতিতে পড়লো আরও উইকেট।

মোহাম্মদ আব্বাস ১৯ ও কিপার ব্যাটার কার্টিস হিপি ১০ রানের বেশি করতে পারেননি। নাসুম, মোসাদ্দেক ও নাসুম, তিন স্পিনারের তোপে ১৬৬ রানেই ৬ উইকেটে পরিণত হয় সফরকারীরা।

তবে সেখান থেকে আর কোনো বিপদ ঘটতে দেননি জ্যাক ফোলকেস ও ডিন ফক্সক্রফট। দুজনে মিলে সফরকারীদের জিতিয়েই মাঠ ছাড়েন।

৬৫ রানের অবিচ্ছেদ্য জুটি ফক্সক্রফট-ফোলকেসের। সর্বোচ্চ ৩৬ রানে অপরাজিত ফক্সক্রফট। ২৮ রানে অপরাজিত ছিলেন ফোলকেস।

এদিকে আজ শুরুতেই দুই ওপেনার নাইম শেখ (৪) ও এনামুল হক বিজয়কে (২) হারায় বাংলাদেশ 'এ' দল। এরপর সাইফ হাসান ৩১ রান করে আউট হয়ে ইনিংস লম্বা করতে ব্যর্থ।

এক পাশে রাব্বি ছাড়া একের পর ব্যর্থ হয়েছেন আফিফ হোএন (১), অধিনায়ক নুরুল হাসান সোহান (১২), মোসাদ্দেক হোসেনরা (৪)।

১০৬ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ 'এ' দল। তবে রাব্বি ঠিকই তুলে নেন ফিফটি। কিন্তু ৭ম ব্যাটার হিসেবে ৬৫ বলে ৭ চার ৩ ছক্কায় ৬৩ রান করে তিনিও আউট হন।

এরপর বাকি গল্পটা শুধুই নাসুমের ব্যাটে। ১৪৬ রানে ৭ উইকেট হারানো স্বাগতিকদের ২২৭ রানের পুঁজি এনে দেন এই বাঁহাতি। ৪৭.৩ ওভারে দলের শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন ৯৬ বলে ৯ চার ১ ছক্কায় সর্বোচ্চ ৬৭ রান করে।

নিউজিল্যান্ড 'এ' দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রানে ৩ উইকেট নেন আদি আশোক। ২ টি করে শিকার জাইডেল লেনক্স ও ডিম ফক্সক্রফটের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়