ওবায়দুল হক মানিক, আমিরাত: [২] সংযুক্ত আরব আমিরাতের মাছ ধরতে গিয়ে এক প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে। গত রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় দেশটির রাজধানী আবুধাবির একটি সমুদ্র উপকূলে এ ঘটনা ঘটে।
[৩] জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশী জুবায়ের, মোহাম্মদ নবীর হোসেন এবং মোহাম্মদ মোক্তার হোসেন নামের ৩ প্রবাসী মাছ শিকার করতে যায়। এসময়ে একটি স্পীড বোটের ধাক্কায় মারাত্মক দুর্ঘটনার স্বীকার হন ওই ৩ প্রবাসী। দুর্ঘটনার স্বীকার হয়ে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা মোহাম্মদ মোক্তার নামের প্রবাসী ঘটনাস্থলেই মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
[৪] জুবায়ের এবং মোহাম্মদ নবী হোসেন নামের অপর দুই জন প্রবাসী মারাত্মকভাবে আহত হয়ে আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
[৫] নিহত মোক্তার হোসেন আবুধাবির ইলেকট্রা রোডের তাছিল সেন্টার এর রিপ্রেজেন্টেটিভ এবং আহত জোবাদুল করিম জোবাইর বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবীর শিক্ষা সম্পাদক। নিহত ও আহত পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সম্পাদনা: হ্যাপী
প্রতিনিধি/এইচএ