ভূঁইয়া আশিক রহমান: গত ২৪ সেপ্টেম্বর সুইডেন আওয়ামী লীগের উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সুইডেনের স্টকহোমস্থ ফস্টার এক মিলনায়তনে। সুইডেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খালেদ চৌধুরীর সভাপতিত্বে এবং দলের সাধারণ ড. ফরহাদ আলী খানের সঞ্চালনায় উক্ত সভায় সুইডেনের সকল শহর থেকে নেতাকর্মীগণ, সাবেক নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাসহ সুইডেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সভায় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ সুইডেন আওয়ামী লীগ গড়ার লক্ষে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় দ্রুত সম্মেলন করে সুইডেন আওয়ামী লীগকে আরও শক্তিশালী করার আহব্বান জানান উপস্থিত সুইডেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সুইডেন প্রবাসী মুজিবাদর্শের সকল সৈনিকরা একত্রিত এবং সবাইকে নিয়ে গঠনতান্ত্রিক উপায়ে সম্মেলন করে যোগ্য নেতৃত্ব নির্বাচন করে একটা বৃহত্তর আওয়ামী লীগ সুইডেনে গঠন করে আগামী নির্বাচনে জননেত্রীর হাতকে শক্তিশালী করতে সবাই কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
ভিএআর/এনএইচ