শিরোনাম
◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ ◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু ◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি ◈ ভারত-পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সমস্যা সমাধানে কাজ করব: ট্রাম্প ◈ আবারও শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা ◈ গেজেট প্রকাশের পরই আ. লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি ◈ লড়াই রা‌তে, জিত‌লে বা‌র্সেলোনা চ্যাম্পিয়ন ◈ পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান, খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন বার্তা তারেক রহমানের ◈ পাকিস্তানের শক্ত জবাবেই যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারতঃ সিএনএনের সাংবাদিক (ভিডিও)

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৩, ১০:৫৫ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০২৩, ১০:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১ সেপ্টেম্বর থেকে কানাডায় ফোবানা সম্মেলনের পর্দা উঠছে 

সহিদ রাহমান, কানাডা থেকে: ‘প্রবাসে প্রাণের বাংলাদেশ’ স্লোগানে আগামী ১ সেপ্টেম্বর থেকে তিন দিনব্যাপী ৩৭ তম ফোবানা সম্মেলন কানাডার মন্ট্রিয়লে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশে অ্যাসোসিয়েশন অব মন্ট্রিয়লের আয়োজনে এ সম্মেলন মন্ট্রিয়লের শেরাটন লাভাল হোটেলে অনুষ্ঠিত হবে। সম্মেলন আয়োজন উপলক্ষে গত মঙ্গলবার কানাডার স্থানীয় সময় সন্ধ্যা ৮টায় আয়োজকরা সংবাদ সম্মেলন করে ফোবানা সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে ফোবানা সম্মেলন আয়োজক কমিটির কনেভেনার দেওয়ান মনিরুজ্জামান জানান, এবারের সম্মেলনে তিনটি বিষয়ের উপর তিনটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। এগুলো হল-বেজনেস লিডার্স কনফারেন্স, সহিত্য সম্মেলন ও ইয়োথ ফোরাম। এছাড়া সম্মেলনে মুক্তিযোদ্ধা সম্মাননা, ট্যালেন্ট শো, স্কলার শীপসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

তিনি আরো জানান- কানাডা, যুক্তরাষ্ট ও বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ীরা এ সম্মেলনে অংশ নিবে।

সম্মেলন আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে- বাংলাদেশকে মধ্যম আয় ও স্মার্ট বাংলাদেশে পরিনত করা এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় কানাডা ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে আরো বিনিয়োগে উৎসাহিত করা।

এছাড়া স্বাধীনতার ৫৩ বছর অতিক্রমকারী বাংলাদেশ একটি সম্ভবনাময় দেশ এসব সেমিনারের মাধ্যমে ব্যবসায়ীদের কাছে তুলে ধরা হবে। বিজনেস লিডার্স কনফারেন্স সেমিনারের কো-কনভেনারের দায়িত্ব পালন করবেন কানাডা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী মাসুদ সিদ্দিকী।

দেওয়ান মনিরুজ্জামান আরো জানান- সম্মেলনে নর্থ আমেরিকা তথা নিউইয়ার্ক,টরেন্টোসহ বিভিন্ন স্থানের সাতটি সাংস্কৃতি সংগঠন অংশ নিবে।

সম্মেলনে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশন করা হবে। এতে সাবিনা ইয়াসমিন, তপন চৌধুরী, মমতাজ বেগম, বালাম, মীর সাব্বির সহ বাংলাদেশি অনেক শিল্পীরা অংশ নিবেন। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ফোবানা সম্মেলন আয়োজক কমিটির সদস্য- সচিব হাফিজুর রহমান, সদস্য-সচিব (প্রশাসন) অভিজিৎ দে, যুগ্ম সদস্য-সচিব শাকিল আহমেদ পিয়াস, কো-কনভেনার (মিডিয়া) আরিফ খন্দকার, কো-কনভেনার (প্রচার) শাহ মোহাম্মদ ফায়েক প্রমুখ।

উক্ত ফোবানা সম্মলনকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলনে অংশ নিতে তারা অধির অপেক্ষায় আছেন।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়