শিরোনাম
◈ ২৭তম বিসিএস: বঞ্চিত ১১৩৭ জনকে দ্রুত নিয়োগের নির্দেশনা দিয়ে রায় প্রকাশ ◈ অধ্যাপক ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা, কুয়ালালামপুর পৌঁছেছেন ◈ ভারতের নতুন বিধিনিষেধে স্থলপথে চার পাটপণ্যের রপ্তানি বন্ধ ◈ মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের বৈঠক ◈ সংস্কারের অভাবে মোংলা-খুলনা মহাসড়ক এখন মরণফাঁদ: বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনা ◈ বেহাল দশা বাংলা‌দেশ দ‌লের, ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের অবস্থান ১০ নম্ব‌রে ◈ ইতালি গমনেচ্ছুদের জন্য সুখবর: বাংলাদেশ-ইতালি অভিবাসন চুক্তি স্বাক্ষরিত, বৈধ পথে কর্মী প্রেরণার দ্বার উন্মোচিত ◈ ভারতে আটক ৫ বাংলাদেশি, বললেন ‘আমরা শেখ হাসিনার দল করতাম’ ◈ বিএনপির ফজলুর রহমানকে নিয়ে যা বললেন সারজিস ◈ খায়রুল হকের জামিন শুনানি: ‘গণতন্ত্র ধ্বংসকারী’ মন্তব্যে এজলাস কক্ষে হট্টগোল-হাতাহাতি

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৫, ০৯:৪৬ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসে থেকেও সাহিত্যচর্চা: সাংবাদিক সাইফুল ইসলামের অনন্য দৃষ্টান্ত

আবছার তৈয়বী, ইউএই প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সেলর আশীষ কুমার সরকার বলেছেন, “জীবন ও জীবিকার সন্ধানে আমরা দেশ থেকে দেশে ছুটে বেড়াই। যেখানে জীবিকার প্রশ্ন থাকে, সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা চিন্তায় ডুবে থাকতে হয়। তবুও শত ব্যস্ততার মাঝেও বই প্রকাশ করা অত্যন্ত কষ্টসাধ্য। এই পরিস্থিতিতে সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার ‘এই ধরণীর পথে প্রান্তরে’ বই প্রকাশ করে এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন।”

তিনি আরও বলেন, “বই নিঃসঙ্গতার বন্ধু। বই কিনে কখনো কেউ দেউলিয়া হয় না। মনের কষ্ট দূর করতে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আমাদের সন্তানদের বই পড়ায় উৎসাহিত করতে হবে। এই বইটি পাঠকের জন্য একটি দিকনির্দেশনা হিসেবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি।”

রবিবার (১০ আগস্ট) দুবাই সেলসি হলরুমে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের নতুন বই ‘এই ধরণীর পথে প্রান্তরে’ প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাংবাদিক কামরুল হাসান জনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—

  • কমিউনিটি নেতা প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন
  • লেখক ও সংগঠক প্রকৌশলী সরফরাজ খান
  • কলামিস্ট ও সাংবাদিক আবু ছালেহ
  • মাওলানা ফজলুল কবির চৌধুরী
  • সংগঠক সিরাজুল ইসলাম নওয়াব
  • আজমান বাংলাদেশ সমিতির সদস্য সচিব কামাল হোসেন সুমন
  • সংগঠক রফিকুল ইসলাম খান
  • সংগঠক মো. এহসান চৌধুরী
  • সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ
  • সঙ্গীতশিল্পী জাবেদ আহমেদ মাসুম
  • সাংবাদিক শামছুল রহমান সোহেল
  • সাংবাদিক ফখরুদ্দিন মুন্না
  • সরওয়ার উদ্দিন রনি, মামুনুর রশীদ
  • কবি ওবায়েদুল হক, ফয়েজ উল্লাহ প্রমুখ

অনুষ্ঠানে সাংবাদিক, কবি, লেখক, শিল্প-সাহিত্যপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়