আবছার তৈয়বী, ইউএই প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সেলর আশীষ কুমার সরকার বলেছেন, “জীবন ও জীবিকার সন্ধানে আমরা দেশ থেকে দেশে ছুটে বেড়াই। যেখানে জীবিকার প্রশ্ন থাকে, সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা চিন্তায় ডুবে থাকতে হয়। তবুও শত ব্যস্ততার মাঝেও বই প্রকাশ করা অত্যন্ত কষ্টসাধ্য। এই পরিস্থিতিতে সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার ‘এই ধরণীর পথে প্রান্তরে’ বই প্রকাশ করে এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন।”
তিনি আরও বলেন, “বই নিঃসঙ্গতার বন্ধু। বই কিনে কখনো কেউ দেউলিয়া হয় না। মনের কষ্ট দূর করতে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আমাদের সন্তানদের বই পড়ায় উৎসাহিত করতে হবে। এই বইটি পাঠকের জন্য একটি দিকনির্দেশনা হিসেবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি।”
রবিবার (১০ আগস্ট) দুবাই সেলসি হলরুমে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের নতুন বই ‘এই ধরণীর পথে প্রান্তরে’ প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাংবাদিক কামরুল হাসান জনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
অনুষ্ঠানে সাংবাদিক, কবি, লেখক, শিল্প-সাহিত্যপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।