শিরোনাম
◈ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিশ্চয়ই ভারত ঠিক করবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ নতুন নীতিমালা জারি ব্যাংকে পদোন্নতির বিষয়ে ◈ জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে অংশ নেবে বিএনপি ◈ '৫ মিনিটে ২০ বার স্যার বলতে হয়', চাঁদা নিতে গিয়ে ভুয়া এন.এস.আই কর্মকর্তা গ্রেফতার! (ভিডিও) ◈ ৫ আগস্ট: স্বৈরাচার পতনের দিন, মুক্তির মহোৎসব ◈ সিরাজগঞ্জে মিম হত্যাকারীদের শাস্তির দাবিতে হিজড়া সম্প্রদায়ের মানববন্ধন ও থানা ঘেরাও ◈ রাজধানীর ২ জায়গায় ককটেল বিস্ফোরণ ◈ অনেকেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে বয়স্ক ভাতা পেয়েছেন: প্রধান উপদেষ্টা ◈ মৃত্যুর কারণ অনুসন্ধানে ১১৪ জুলাই শহিদের মরদেহ উত্তোলনের নির্দেশ ◈ ক্ষমতায় গেলে বাক স্বাধীনতা ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৫, ০৫:১৬ বিকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাসপোর্ট ও চুক্তিপত্র সুরক্ষায় কুয়েত দূতাবাসের নতুন উদ্যোগ

বাংলাদেশি কর্মীদের পাসপোর্ট ও চুক্তিপত্র সুরক্ষায় একটি নতুন উদ্যোগ নিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।

রোববার (৩ আগস্ট) কুয়েতের বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছ।

 এতে বলা হয়, আন্তর্জাতিক শ্রম সংস্থার নির্ধারিত কনভেনশন এবং কুয়েতের প্রচলিত শ্রম আইন অনুযায়ী, একজন অভিবাসী কর্মীর পাসপোর্ট ও নিয়োগ চুক্তিপত্র একটি স্বতন্ত্র ও সার্বভৌম ব্যক্তিগত সম্পদ হিসেবে গণ্য হয়, যা কর্মীর হেফাজতে থাকা আবশ্যক। তবে বাস্তবে দেখা গেছে, কুয়েতের বিভিন্ন নিয়োগকারী প্রতিষ্ঠান বাংলাদেশি কর্মীদের কাছে তাদের নিজ নিজ পাসপোর্ট ও চাকরির চুক্তিপত্র হস্তান্তর করা হয় না।
  
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই প্রেক্ষাপটে, বাংলাদেশ দূতাবাস কুয়েত কর্তৃক গৃহীত একটি গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী উদ্যোগের আওতায় বর্তমানে বিভিন্ন কোম্পানির আবাসন স্থল সরেজমিন পরিদর্শনের মাধ্যমে যাচাই করা হচ্ছে যে, সংশ্লিষ্ট কর্মীদের কাছে তাদের পাসপোর্ট এবং চাকরির চুক্তিপত্রের কপি রয়েছে কিনা।
 
দূতাবাসের এই হস্তক্ষেপের ফলে এরইমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কোম্পানি তাদের নিয়োজিত বাংলাদেশি কর্মীদেরকে এসব গুরুত্বপূর্ণ কাগজপত্র হস্তান্তর করেছে।
  
দূতাবাস জানিয়েছে, যদি কোনো কোম্পানি এখনো বাংলাদেশি কর্মীদের নিকট তাদের নিজস্ব পাসপোর্ট এবং চাকরির চুক্তিপত্রের কপি হস্তান্তর না করে, তবে সে বিষয়ে লিখিত অভিযোগ দূতাবাসের হটলাইন নম্বর অথবা ই-মেইল ঠিকানার মাধ্যমে দ্রুত জানানো যাবে।
 
হটলাইন নম্বর: +৯৬৫৫৫৪৩৭৬৫৪, +৯৬৫৫৫৪৩৭৬৭৫, +৯৬৫৫৫৪৩৭৬০০ 
ই-মেইল: labourwing.kuwaitemb.bd@gmail.com

উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়