সম্প্রতি সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে জায়েদ খানের এডিট করা এক ছবি। কারণ, নিজের ফেসবুক প্রোফাইলে একটি ছবি শেয়ার করেছেন তিনি যেখানে তাকে দুই হাতে ডাম্বেল নিয়ে ব্যায়াম করতে দেখা গেছে। তবে হাতের মাসল দেখাতে গিয়েই বেধেছে মূল বিপত্তি।
নেটিজেনদের একাংশ দাবি করছেন, জায়েদ খান ছবিটিতে নিজের শরীর বিশেষ করে মাসল বা বাইসেপ এডিট করে প্রকাশ করেছেন। ছবির ব্যাকগ্রাউন্ডের দিকে দৃষ্টি আকর্ষণ করে অনেকে বলছেন, শরীরের মাসল বাড়াতে গিয়ে পেছনের দরজাটিও বাঁকা হয়ে গেছে। কেউ কেউ সরাসরি প্রশ্ন তুলেছেন ছবির সত্যতা নিয়ে।
ছবিতে এক ব্যবহারকারী মন্তব্য করেন, “কেউ দরজার দিকে তাকাও”, আরেকজন লেখেন, “ভাইয়ের হাত তো পায়ের চেয়েও বড়।” আবার অনেকেই দরজার অংশটি মার্ক করে দিয়ে মজা করে লিখেছেন, “ব্যাকগ্রাউন্ডটাও ঠিক করুন।”
ইতোমধ্যে ছবিটির ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে বিভিন্ন রকমের মিম, এবং তা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে বিভিন্ন ফেসবুক পেজ, গ্রুপ ও এক্স (টুইটার)-এ। ব্যায়ামরত জায়েদের এই ছবিকে ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে হাস্যরসের নানা উপকরণ, যা নেটিজেনদের বিনোদনের খোরাক জুগিয়ে চলেছে। উৎস: নিউজ২৪