শিরোনাম
◈ জাপায় নতুন মোড়: আনিসুল ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান’ হয়ে বহিষ্কৃতদের করলেন পুনর্বহাল ◈ শেরপুর জেলা কারাগারে হামলা ও অস্ত্র লুটের এক বছর: এখনও অধরা ৩০০-র বেশি আসামি ◈ বাকৃবিতে ব্যতিক্রমী উদ্যোগ: মাওলানা ভাসানী হল ফিস্টে সম্মানিত হল কর্মচারীরা ◈ ওমান ফেরত প্রবাসীকে আনতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৭ জন নিহত ◈ অভ্যুত্থানের এক বছর পরও নিহতের আসল সংখ্যা নিয়ে 'ধোঁয়াশা ◈ ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তবে বাড়বে গরম ◈ এক ঘণ্টায় ইসরাইলের নিরাপত্তা ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহর উপ-মহাসচিব ◈ বিএনপির সমাবেশ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা ◈ বাতিল হয়ে গেলো ‌মে‌সির আর্জেন্টিনা দলের ভারত সফর ◈ ভারত-ইংল্যান্ড সিরিজ শেষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থান পঞ্চম স্থা‌নে

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৫, ০৩:০৮ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে লটারিতে এবার ৬৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী সবুজ

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী এক বাংলাদেশি লটারিতে মোট ২০ মিলিয়ন দিরহাম জিতেছেন। ‘বিগ টিকিট সিরিজ ২৭৭’-এর অধীনে টিকিট নম্বর ১৯৪৫৬০ দিয়ে সবুজ নামের এক বাংলাদেশি এ লটারি জিতেছেন। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৩ কোটি ৫৬ লাখ টাকা।

এই ড্র-এ আরও ছয়জন অংশগ্রহণকারী সান্ত্বনা পুরস্কার হিসেবে পেয়েছেন ৫০ হাজার দিরহাম করে। পাশাপাশি, ‘বিগ উইন হুইল’ ঘুরিয়ে চারজন প্রতিযোগী পেয়েছেন ৫০ হাজার থেকে এক লাখ ৫০ হাজার দিরহাম পর্যন্ত পুরস্কার। উল্লেখ্য, গত মাসেও আরেক বাংলাদেশি, ৪৩ বছর বয়সী ইলেকট্রিশিয়ান মোহাম্মদ নাসের বেলাল বিগ টিকিটে জিতেছিলেন ২৫ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৯ কোটি টাকা)। খবর গালফ নিউজের। 

আগামী ৩ সেপ্টেম্বর লাইভ ড্র-এ বিজয়ী ঘোষণা করা হবে ১৫ মিলিয়ন দিরহামের আগস্ট মাসের গ্র্যান্ড প্রাইজের। একই রাতে আরও ছয়জন প্রতিযোগী পাবেন এক লাখ দিরহাম করে সান্ত্বনা পুরস্কার। 

এ ছাড়া যারা আগস্ট ১ থেকে ২৫ তারিখ পর্যন্ত একসাথে দুই বা ততোধিক টিকিট কিনবেন, তারা সুযোগ পাবেন লাইভ ড্র-এ সরাসরি অংশ নিয়ে ৫০ হাজার থেকে এক লাখ ৫০ হাজার দিরহাম পর্যন্ত নিশ্চিত পুরস্কার জেতার। নির্বাচিত চারজন অংশগ্রহণকারীর নাম ঘোষণা করা হবে ১ সেপ্টেম্বর বিগ টিকিটের অফিসিয়াল ওয়েবসাইটে। আগস্ট মাসের বিশেষ পুরস্কার হিসেবে একজন বিজয়ী জিতবেন একটি বিএমডব্লিউ এম৪৪০আই সিরিজের গাড়ি, যার বিজয়ীর নামও ঘোষণা করা হবে ৩ সেপ্টেম্বর। 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়