শিরোনাম
◈ “জিপিএ-৫ নয়, সৎ চরিত্রই আসল সাফল্য”—এসএসসি উন্মাদনা নিয়ে শায়খ আহমাদুল্লাহর ভাবনার মন্তব্য ◈ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে দ্রুত বিজ্ঞপ্তির নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ এবার ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে ২৩ দেশের জোট, যোগ দিল বাংলাদেশও ◈ প্রকাশ্যে হত্যা, বাংলা‌দে‌শে নির্যাতনের ঘটনা বাড়ছে, কী বলছেন বিশেষজ্ঞরা? ◈ বিএনপি থেকে পদত্যাগ প্রসঙ্গে যা বললেন মনির খান ◈ মালয়েশিয়া হাসপাতালের নার্সকে যৌন হেনস্তা, বাংলাদেশি অভিযুক্ত ◈ স্যার ও ম্যাডাম সম্বোধন বাংলাদেশে কীভাবে প্রচলিত হলো ◈ অলিম্পিক গেমসের সূ‌চি প্রকাশ, আসর শুরুর দুদিন আগে মাঠে গড়াবে ক্রিকেট ◈ রাজনী‌তি‌তে বিএন‌পি অ‌নেকটা কোনঠাসা, প্রশ্নের মু‌খে তা‌রেক রহমান  ◈ বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনায় আশাবাদী বিশ্ব ব্যাংক: ড. ইউনূসের সঙ্গে বৈঠকে জোহানেস জুট

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৫, ১০:২১ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউইয়র্কে বাঙালি প্রবীণদের জন্য ‘ডে কেয়ার সেন্টার’ উদ্বোধন উপলক্ষে ৩৮০ জনের নৌ-ভ্রমণ

নিউইয়র্কের বহুজাতিক সমাজে বাঙালি সংস্কৃতির আলোকে জীবনের অবশিষ্ট দিনগুলো অতিবাহিত করতে পারবেন প্রবীন প্রবাসীরা-এমন একটি ‘ডে কেয়ার সেন্টার’ চালু উপলক্ষে ১৩ জুলাই ব্যতিক্রমী একটি ‘নৌ-ভ্রমণ’র আয়োজন করা হয়েছিল। ৩ শত প্রবীন-সহ মোট ৩৮০ জনের টানা ৫ ঘন্টার এই ভ্রমণে অংশগ্রহণকারিরা গান-আড্ডা আর স্মৃতিচারণে মেতে উঠেছিলেন।

বাঙালি রসনায় পরিপূর্ণ বিভিন্ন আইটেমের খাবারের মধ্যেও ডুবেছিলেন অনেকে। নিউইয়র্ক সিটির কুৃইন্সের হিলসাইড এভিনিউতে অবস্থিত ‘অ্যল কাউন্টি হোমকেয়ার গ্রুপ’র সার্বিক ব্যবস্থাপনায় ফ্লাশিং বে থেকে ইস্ট রিভার ও হাডসন নদীর মধ্যে অনুষ্ঠিত এ নৌ-ভ্রমণে অংশগ্রহণকারিরা বিশ্বের রাজধানী খ্যাত ম্যানহাটানের দৃষ্টিনন্দন এলাকাগুলো প্রাণ ভরে অবলোকন করেন।

‘স্ট্যাচু অব লিবার্টি’র কাছে দিয়ে ‘স্কাইলাইন প্রিন্সেস’ নামক জাহাজটি অতিক্রমের সময় অনেকে সেলফি-তে ব্যস্ত হয়ে উঠেছিলেন। চমৎকার আবহাওয়ায় প্রায় সকলেই ছিলেন ফুরফুরে মেজাজে। আর অভ’তপূর্ব সেই পরিবেশকে আরো মধুময়-স্মৃতিময় করেন জনপ্রিয় শিল্পী রিজিয়া পারভিন, রন্টি দাস, কামরুজ্জামান বকুল নিজ নিজ পরিবেশনায়। গানে গানে মাতোয়ারা প্রবাসীরাও ফিরে যান শৈশব-আর কৈশোরের হারিয়ে যাওয়া দিনগুলোতে।

‘সোস্যাল এডাল্ট ডে কেয়ার সেন্টার’র শুভ সূচনা প্রসঙ্গে ‘অ্যল কাউন্টি হোমকেয়ার গ্রুপ’র সিইও আব্দুল কাদের শিশির বলেন, প্রবীনদের জন্যে নিউইয়র্ক স্টেট প্রদত্ত সুযোগ-সুবিধার সদ্ব্যবহার করার যে অভিপ্রায় আমাদের রয়েছে তা ষোলকলায় পূর্ণ করার সংকল্প থেকেই এ আয়োজন। নিজের ভাষা-সংস্কৃতি এবং একেবারেই নিজ বাড়ির মত নির্মল আনন্দদায়ক একটি পরিবেশে প্রবীনরা দিনাতিপাত করতে পারবেন ডে কেয়ার সেন্টারে। খাবারও পাবেন বাঙালি রসনার। ডে কেয়ার সেন্টারটিকে সকলেই মনে করবেন বাংলাদেশের নিজ বাড়ি-এমন ব্যবস্থাপনা থাকবে।

‘নৌ-ভ্রমণে’ অংশগ্রহণকারি কয়েকজন প্রবীন মাইক নিয়ে কথা বলেছেন এবং কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানিয়েছেন আয়োজকদের। বলেছেন, ‘সন্তান-নাতি-পুতি সকলেই নিজ নিজ কাজে ব্যস্ত থাকায় আমাদের একাকী দিনাতিপাত করতে হচ্ছিল। এখোন এই ডে কেয়ার সেন্টার সেই অসহনীয় একাকীত্ব ঘুচিয়ে দেবে বলে আশা করছি।’ এমন ব্যবস্থা এই বহুজাতিক সমাজে চালুর আকুলতা ছিল বহুদিনের। কারণ, বিদ্যমান ‘এডাল্ট ডে কেয়ার সেন্টার’সমূহে বাঙালি খাবার দূরের কথা বাংলায় কথা বলার মত পরিবেশও নেই। ‘অ্যল কাউন্টি হোমকেয়ার গ্রুপ’ সেই অভাব দূর করার পথে একধাপ এগুলো বলে উল্লেখ করেন আব্দুল কাদের শিশির। নৌ-ভ্রমণের সমাপনী বক্তব্যে তিনি উল্লেখ করেছেন, সকলের আন্তরিক সহায়তায় আমরা অনেক এগিয়েছি। আরো বহুদূর এগুতে চাই কম্যুনিটির সকলকে পাশে নিয়ে, সকলের সহযোগিতায়।

প্রবাসের জনপ্রিয় উপস্থাপক সোনিয়ার প্রাণবন্ত উপস্থাপনা ও পরিচালনায় এ নৌ-ভ্রমণে মা-বাবার সাথে ছিলেন সন্তান-নাতি-পুতিরাও। ছিলেন কয়েকজন বীর মুক্তিযোদ্ধাও। সম্প্রীতির এক অনন্য বন্ধনে অপরাহ্ন ৫টায় আবারো জাহাজ ভিড়েছে ‘ওয়ার্ল্ডফেয়ার মেরিনা রেস্টুরেন্টে’র পার্শ্ববর্তী ফ্লাশিং বে-তে। এখান থেকেই শুরু হয়েছিল যাত্রা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়