শিরোনাম
◈ আইন সংশোধন, নতুন ভোটার অন্তর্ভুক্তি ও প্রশিক্ষণে আটকে নির্বাচন পরিকল্পনা ◈ খামেনির বিরুদ্ধে ইসরায়েলের হত্যাযজ্ঞ পরিকল্পনা বন্ধ করলেন ট্রাম্প? ◈ ডিজিটাল বাংলাদেশে নতুন মাইলফলক: সার্টিফিকেট সত্যায়ন এখন অনলাইনেই (ভিডিও) ◈ রাতের আকাশে আগুন! ইরানের ক্ষেপণাস্ত্রে কাঁপছে ইসরায়েল ◈ ইসরায়েলে আঘাত করা ইরানি ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ অধ্যাপক ইউনূসের যুক্তরাজ্যে 'সরকারি সফর' থেকে কী অর্জন হলো ◈ ইরানে বিদ্রোহের ইঙ্গিত সাবেক যুবরাজ রেজা পাহলভির: ইসরায়েল-যুদ্ধ পরবর্তী ‘রেজিম চেঞ্জ’ পরিকল্পনার আভাস ◈ ভুটানসহ আরও ৩৬ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আসতে পারে, বাকি দেশ গুলোর নাম হলো ◈ ইরানে ইসরায়েলের হামলার আসল কারণ যা জানাগেল! ◈ ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

প্রকাশিত : ০৫ জুন, ২০২৫, ১২:৪২ রাত
আপডেট : ১৫ জুন, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বিজনেস এলিট ৪০ আন্ডার ৪০’-এ জায়গা করে নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ কাদের

মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বিজনেস এলিট ৪০ আন্ডার ৪০’ পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা ও স্বাস্থ্যখাতের সফল সংগঠক মোহাম্মদ কাদের।

মঙ্গলবার (২৯ মে) ফ্লোরিডার মিয়ামির ডব্লিউ সাউথ বিচ হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এ সম্মাননা তুলে দেওয়া হয়। মার্কিন প্ল্যাটফর্ম ‘বিজনেস এলিট ইউএসএ’ প্রতিবছর এমন ৪০ জন উদীয়মান নেতৃস্থানীয় ব্যক্তিত্বকে এই স্বীকৃতি দিয়ে থাকে, যারা নিজ নিজ ক্ষেত্রে অনন্য অবদান রেখে চলেছেন।

মোহাম্মদ কাদের বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক অল কাউন্টি হেলথ কেয়ার রেফারেল সার্ভিসেস অব নিউইয়র্ক-এর প্রেসিডেন্ট ও সিইও। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। নিউইয়র্ক রাজ্যের লাইসেন্সপ্রাপ্ত হোম হেলথকেয়ার স্টাফিং ও মেডিকেল ইকুইপমেন্ট বিতরণে তার প্রতিষ্ঠান একাধিক রাজ্যে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

ব্যক্তিগত জীবনেও সফল এই উদ্যোক্তা এর আগে ২০২১ সালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ‘সিআইপি (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি)’ স্বীকৃতি লাভ করেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের মেট্রো নিউইয়র্ক চেম্বার অব কমার্সের বোর্ড মেম্বার হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

পুরস্কারপ্রাপ্তি নিয়ে মোহাম্মদ কাদের জানান, “এই স্বীকৃতিকে আমি শুধু আমার জন্য নয়, বরং আমার পরিবার, সহকর্মী এবং প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য উৎসর্গ করছি। তাদের সহযোগিতা, অনুপ্রেরণা ও ভালোবাসাই আমাকে এই পর্যায়ে পৌঁছে দিয়েছে।”

এ বছর পুরস্কারপ্রাপ্তদের তালিকায় যুক্তরাষ্ট্রের নামকরা ব্যবসায়ী, চিকিৎসক, প্রযুক্তি উদ্যোক্তা, মানবসম্পদ বিশেষজ্ঞসহ বিভিন্ন পেশার পেশাজীবীরা রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়