শিরোনাম
◈ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ ◈ বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, সোমবার সকাল ৯ টার মধ্যে ছাড়তে হবে হল ◈ প্রেসক্রিপশনের ছবি তোলা নিয়ে কথা বলায় জামায়াত নেতার উপর ক্ষেপলেন চিকিৎসক (ভিডিও) ◈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা: নারী কোটা বাতিল ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক: গণপরিষদ নির্বাচনের দাবি, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের পক্ষে এনসিপি ◈ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিএনপিকে আশ্বাস প্রধান উপদেষ্টার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ◈ দেশের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে, অবাধ নির্বাচনের মাধ্যমেই সমাধান সম্ভব: তারেক রহমান ◈ মালয়েশিয়ায় জাল ই-ভিসা সিন্ডিকেটে জড়িত অভিযোগে বাংলাদেশি নারী আটক ◈ বিএনপি সরকারের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ০২:১৭ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শারজায় বর্ণাঢ্য বৈশাখী উৎসব: প্রবাসে বাঙালির মিলনমেলা

আবুধাবি থেকে আবছার তৈয়বী জানান, আরব আমিরাতে বসবাসরত নতুন প্রজন্মকে উৎসাহিত করতে এবং প্রবাসীদের আনন্দ-বিনোদনের মাধ্যমে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে বাংলাদেশ কালচারাল সেন্টার (বিসিসি) শারজাহে এক বর্ণাঢ্য বৈশাখী মেলার আয়োজন করে। গত শনিবার (২৬ এপ্রিল) বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত শারজাহস্থ ইয়াকুব সৈনিক ফার্ম হাউজে এই জমজমাট উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শত শত প্রবাসী বাংলাদেশি তাদের পরিবারসহ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বৈশাখের চিরায়ত নাচ, গান, খেলাধুলা, কৌতুক, কবিতা আবৃত্তি এবং পান্তা-ইলিশসহ নানা ধরনের দেশীয় খাবারের সমারোহে উৎসব মুখরিত ছিল। সবুজ-শ্যামল বাংলার কৃষ্টি, সভ্যতা ও ঐতিহ্যের নানা স্মারক দিয়ে অনুষ্ঠানস্থলকে মনোরমভাবে সাজানো হয়। উৎসবে আগত প্রবাসী পরিবারগুলোর পোশাকেও বাঙালি সংস্কৃতির উজ্জ্বল প্রতিফলন দেখা যায়। প্রবাসে বেড়ে ওঠা প্রজন্ম দূর দেশে এমন চমৎকার আয়োজনে অংশ নিতে পেরে অত্যন্ত আনন্দিত ছিল।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. মুস্তাফিজুর রহমান খান বলেন, পহেলা বৈশাখ বাঙালির চিরন্তন উৎসব এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। এটি আমাদের শেকড়ের প্রাণশক্তিতে উজ্জীবিত হওয়ার এবং বাঙালির প্রাণের উৎসবের দিন। দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে বাংলার চিরায়ত ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে ধারণা দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। তিনি প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন-কানুন মেনে চলার এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি নিজেদেরকে সুনাগরিক হিসেবে পরিচয় দেওয়ার আহ্বান জানান।

সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। বৈশাখের নাচ, গান, কৌতুক, কবিতা আবৃত্তির পাশাপাশি শিল্পী বঙ্গশিমুল ও সানজিদার পরিবেশনায় আশির দশকের চলচ্চিত্রের জনপ্রিয় গানগুলি দর্শকদের নস্টালজিক করে তোলে।

উদযাপন কমিটির আহ্বায়ক শওকত ওসমান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিসিসির সভাপতি প্রকৌশলী এ আর মাকসুদ, সহ-সভাপতি মোহাম্মদ আইয়ুব সিআইপি, শেখ আহমদ, প্রকৌশলী মাহাবুবুর রহমান টিটু, হাটহাজারী সমিতির মোহাম্মদ জমির উদ্দিন, মনিরুল হক টুটুল, শিমা রায়, মোহাম্মদ সেলিম উল্লাহ, উত্তম হাওলাদার, নাসের হেজাজি, ওমর ফারুক, নুরুল আমিন, আবদুল্লাহ আল মামুন, মনসুর আহমেদ, সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, মঈনুদ্দিন আকাশ, জয়নাল আবেদীনসহ আল-আইন, আবুধাবি ও দুবাইয়ের তিন শতাধিক প্রবাসী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রবাসে এ ধরনের আয়োজনে অংশ নিতে পেরে প্রবাসী প্রজন্ম আনন্দ প্রকাশ করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আল-আইন থেকে নির্বাচিত সিআইপি শেখ ফরিদ আহমেদ ও সিআইপি মোহাম্মদ আইয়ুবকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসের উল্লাহ নাসের ও মেলা উদযাপন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ ইয়াকুব। অনুষ্ঠানের তৃতীয় পর্বে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক সানজিদা আনজুম শিমুল ও মো. আব্দুল হান্নানের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাফেল ড্রয়ের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়