রাশিদুল ইসলাম: [২] যুক্তরাষ্ট্রে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি এবং প্যারামাউন্ট গ্লোবাল শেয়ার দর বেড়ে গেছে। অ্যাপল এবং প্যারামাউন্ট তাদের স্ট্রিমিং পরিষেবাগুলি একত্রিত করার বিষয়ে আলোচনা করার পর কোম্পানিগুলোর শেয়ার দর পুঁজিবাজারে বাড়তে শুরু করে। ওয়াল স্ট্রিট জার্নাল
[৩] ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি তার সর্বোচ্চ পরিষেবা প্রতিদ্বন্দ্বীদের সাথে একত্রিত করার জন্য উদারভাবে উন্মুক্ত করতে রাজি। প্যারামাউন্টের সঙ্গে স্ট্রিমিং প্ল্যাটফর্মের একটি প্যাকেজ অফারের জন্য প্রাথমিক পর্যায়ে আলোচনা চলছে।
[৪] ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয় এসব কোম্পানি অ্যাপল টিভি ও প্যারামাউন্টের একটি অফার বাজারে ছাড়লে গ্রাহকদের আলাদাভাবে দুটিতে সাবস্ক্রাইব করতে হবে না এবং এজন্যে তাদের খরচ আগের চেয়ে কম হবে।
[৫] গত শুক্রবার প্যারামাউন্টের শেয়ারগুলি পুঁজিবাজারে প্রায় ১০% বেড়েছে। অথচ এর আগে প্যারামাউন্ডের দর বছরে ৬ শতাংশ পর্যন্ত হ্রাস পায়। অবশ্য ওয়ার্নার ব্রাদার্স ও ডিসকভারির তৃতীয় ত্রৈমাসিকে মুনাফা বেড়েছে প্রায় ১৯%।