ববি বিশ্বাস: [২] সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদক ইভান গারশকোভিচ গুপ্তচরবৃত্তির অভিযোগ নিয়ে রাশিয়ান হেফাজতে ২৫০ তম দিন পূরণ করলো। তবে তার উপর আনা এই অভিযোগ বরাবরই অস্বীকার করেছে তার সংবাদপত্র এবং মার্কিন সরকার। সূত্র: দা নিউ ইয়র্ক টাইমস
[৩] গের্শকোভিচের আইনজীবী ইভান পাভলভ মনে করে, আটকের সময় সম্ভবত আরও ‘দীর্ঘস্থায়ী’ হবে।
[৪] নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গর্শকোভিচের বিরুদ্ধে আনা গুপ্তচরবৃত্তির অভিযোগের প্রকৃতি সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। তবে এ ব্যাপারে রাশিয়ান কর্তৃপক্ষ মামলার রায়ের পর বন্দী বিনিময়ের পরামর্শ দিয়েছে।
[৫] এ বছরের ২৯ মার্চ রিপোর্টিংয়ের জন্য রাশিয়ার ইয়েকাতেরিনবার্গ ভ্রমণের সময় গ্রেপ্তার হন ৩২ বছর বয়সী গের্শকোভিচ। তাকে মস্কোর লেফোরতোভো কারাগারে বন্দী রাখা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে রাশিয়ান পেনাল কোড অনুযায়ী তার ২০ বছর অবধি কারাদণ্ড হতে পারে।
[৬] গত সপ্তাহে তৃতীয়বারের মতো গের্শকোভিচের আটকের মেয়াদ ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে মস্কোর একটি আদালত। এ শুনানিতে মস্কোর মার্কিন দূতাবাস প্রতিনিধি উপস্থিত ছিলো। সম্পাদনা: ইকবাল খান
এফসি/এসসি/এআরএস