গাজীপুর প্রতিনিধি: [২] গাজীপুরে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গাজীপুর জেলা কার্যালয়ের সাথে গাজীপুর এনভায়ারনমেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের (গেজা) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
[৩] মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) গেজা’র নিরাপদ খাদ্য বিষয়ক সমন্বয়ক মো: রফিকুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গাজীপুর জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার ফারজানা ইয়াসমিন সোনিয়ার সাথে দেখা করতে গেলে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
[৪] এসময় গেজা’র প্রধান সমন্বয়ক মো: মেহেদী হাসান, সমন্বয়ক (সার্বিক) এ এইচ সবুজ, সমন্বয়ক (মহাসড়ক) রফিকুল ইসলাম রুবেল উপস্থিত ছিলেন।
[৫] গেজা’র নিরাপদ খাদ্য বিষয়ক সমন্বয়ক মো: রফিকুল ইসলাম জানান, গাজীপুরের আনাচে-কানাচে অনেক ভেজাল খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে যা অত্যন্ত নোংরা পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ হয়। আর এ সকল খাদ্য আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। সরকারের একার পক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিত করা দুস্কর, তাই সরকারের সহায়ক হিসেবে নিরাপদ খাদ্যের লক্ষ্যে গেজা এখন থেকে কাজ করবে।
[৬] গেজা’র প্রধান সমন্বয়ক মো: মেহেদী হাসান জানান, গাজীপুরে অন্যান্য বিষয়ের ন্যায় নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সরকারের সাথে গেজা প্রাসঙ্গিক ভাবে কাজ করতে আগ্রহী। গেজা’র সকল সদস্যরা গণমাধ্যম কর্মী হিসেবে তথ্যগত দিক থেকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে সহায়তা করবে, যা ভেজাল খাদ্য প্রতিরোধে সহায়ক হবে।
[৭] নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গাজীপুর জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার ফারজানা ইয়াসমিন সোনিয়া বলেন, ভেজাল প্রতিরোধ তথা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সব সময়ই কাজ করছে। একই সাথে সাংবাদিকরা যদি আমাদের সহায়ক হিসেবে জনস্বার্থে কাজ করে সেটা অত্যন্ত ফলপ্রসূ হবে।
[৮] গেজা’র এমন উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং আশা করি গেজা নিরাপদ খাদ্য নিশ্চিতে বলিষ্ট ভূমিকা রাখবে।
প্রতিনিধি/একে