সালেহ্ বিপ্লব: [২] প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলামের চলাফেরার স্বাধীনতা নিশ্চিত করার অনুরোধ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে চিঠি দিয়েছে বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)।
[৩] বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো ওই চিঠির প্রতি সমর্থন জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার এক্সে (সাবেক টুইটার) ওই চিঠির ছবি প্রকাশ করে দূতাবাস লিখেছে, ‘আমরা একমত।’
[৪] চিঠিতে পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে সংগঠনটি বলেছে, রোজিনা ইসলামের মানবাধিকারের সুরক্ষা; বিশেষ করে তাঁর চলাচলের স্বাধীনতার বিষয়টি নিশ্চিত করতে আমরা আপনাকে সম্মানের সঙ্গে অনুরোধ জানাচ্ছি। এ লক্ষ্যে আদালতের হেফাজত থেকে তাঁর পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সহজ করতে আপনার ক্ষমতার অধীনে সবকিছু করার আহ্বান জানাচ্ছি।
[৫] চলমান মামলায় রোজিনা ইসলাম যেনো ন্যায়বিচার পান, এ বিষয়ে ব্যবস্থা নিতেও পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানিয়েছে প্যারিসভিত্তিক সংগঠনটি। একই সঙ্গে তাঁকে যে ‘বিচারিক হয়রানির’ মুখে পড়তে হচ্ছে, তা শিগগিরই নিরসনের বিষয়টি নিশ্চিত করতেও অনুরোধ জানানো হয়েছে।