রাশিদুল ইসলাম: সিএনএনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস লিচটের পদত্যাগ পত্র অবিলম্বে কার্যকর হওয়ার কথা জানিয়েছে সংবাদ নেটওয়ার্কটির মূল প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি। আপাতত সিএনএনকে নেতৃত্ব দেবে একটি অন্তর্বর্তী দল। সিএনএন’এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট অ্যামি এনটেলিস, ভার্জিনিয়া মোসেলি, এরিক শার্লিং ও চিফ অপারেটিং অফিসার ডেভিড লেভি এই অন্তর্বর্তী দলে রয়েছেন। সিএনএন
গত বছর সিএনএনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ক্রিস। মাত্র ১৩ মাস দায়িত্বকালে তিনি নানা কারণে ব্যাপকভাবে সমালোচিত হন। সম্পাদকীয় সিদ্ধান্ত, কর্মী ছাঁটাই, কর্মী অসন্তোষ, রেটিং কমে যাওয়া, মুনাফা কমার মতো বিষয়ের অভিযোগের বোঝা ছিল ক্রিসের ঘাড়ে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি টাউন হল সাক্ষাৎকার প্রচার করে সিএনএন। সাক্ষাৎকারটি প্রচারের পর সিএনএনের রেটিং কমে যায়। এছাড়া ২ জুন যুক্তরাষ্ট্রের ‘দ্য আটলান্টিক’ সাময়িকীতে ক্রিসের নানা সমালোচনা করে একটি দীর্ঘ নিবন্ধে ট্রাম্পের সাক্ষাৎকার নিয়ে তীব্র সমালোচনা করা হয়।
সিএনএনের মালিকানা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি প্রেসিডেন্ট ও সিইও ডেভিড জাসলাভ বলেছেন, ব্যক্তিগত ও পেশাগতভাবে ক্রিসের প্রতি তার অনেক শ্রদ্ধা রয়েছে। সিএনএনকে নেতৃত্ব দেওয়ার মতো কঠিন কাজটি করতে গিয়ে ক্রিস তার মন-প্রাণ নিংড়ে দিয়েছিলেন।