মিহিমা আফরোজ: রংধনু গ্রুপ সফলভাবে ‘এবিসি রেডিও ৮৯.২ এফএম’ এর মালিকানা অর্জন করেছে, যেটি উভয় প্রতিষ্ঠানের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক বলে উল্লেখ করা হয়েছে। বুধবার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত রংধনু গ্রুপের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ফেসবুক
চুক্তি স্বাক্ষরের সময় সেখানে উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক কাউসার আহমেদ এবং এবিসি রেডিওর কর্মকর্তারা।
রংধনু গ্রুপ থেকে বলা হয়, ‘রংধনু গ্রুপের এই অর্জন সকলের কাছে অনেক গর্বের বিষয়। কারণ এটি মিডিয়া শিল্পের প্রতি আমাদের আস্থাকে আরও শক্তিশালী করবে এবং আমাদের পোর্টফোলিওকে প্রসারিত করতে সাহায্য করবে। আমরা বিশ্বাস করি, রংধনু গ্রুপ এবং এবিসি রেডিও ৮৯.২ এফএম একত্রে দেশের সমন্বয় বৃদ্ধি এবং উন্নয়নের এক নতুন ধারা তৈরি করবে।’
মূলত রংধনু গ্রুপের লক্ষ্য হল নিজেদের দক্ষতা, সম্পদ এবং নেটওয়ার্ককে কাজে লাগিয়ে এবিসি রেডিওর গুণগতমানের উন্নতি সাধন করা। রংধনু গ্রুপ প্রতিশ্রুতি দিয়েছে, সৃজনশীলতার এই দুর্ভিক্ষের সময় এবিসি রেডিওর মূল্যবোধ এবং মালিকানা রক্ষার্থে তাদের কর্তৃপক্ষ সবসময় নিবেদিত থাকবে।
রংধনু গ্রুপ বলেছে, এবিসি রেডিওর সঙ্গে আমরা সাফল্যের একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি এবং শ্রোতাদের কাছে একটি ব্যতিক্রমী বিনোদন এবং তথ্য সরবরাহ করার প্রতিশ্রুতি দিচ্ছি।
এছাড়াও সকল স্টেকহোল্ডার, কর্মচাার বা এখনও পর্যন্ত যারা এই অর্জনে অবদান রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে রংধনু গ্রুপ। সম্পাদনা: ইমরুল শাহেদ
এমআইএ/এসএ