শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৩ মে, ২০২৩, ০২:৪৯ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২৩, ০২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দন্ড মওকুফে আদালতের দ্বারস্থ হংকংএর সাংবাদিক চোই

সাজ্জাদুল ইসলাম: হংকংএর শীর্ষ আদালত অঞ্চলটির একজন বিশিষ্ট সাংবাদিকের আবেদনের ওপর আজ বুধবার (৩ এপ্রিল) শুণানীর আয়োজন করবে। দিনটি হলো সংবাদপত্রের স্বাধীনতা দিবস। বিশিষ্ট অনুসন্ধানী ন্রাী সাংবাদিক ব্ওা চোই সরকারী তথ্যপ্রাপ্তির সাংবাদিকের অধিকার প্রশ্নে আদালতে আবেদন জানিয়েছেন।

চোই(৩৮) এর আগে তাকে দেয়া দন্ড বাতিলের চেষ্টা করছেন। হংকংএর পরিবহন দপ্তরের দেয়া যানবাহন নিবন্ধন রেকর্ড ব্যবহার করার জন্য তাকে দন্ড দেয়া হয়েছিল। তিনি তথাকথিত প্রামাণ্য চিত্র ইউয়েন লং এটাকএ রেকর্ড ব্যবহার করেছিলেন। তাতে দেখানো হয় যে, ২০১৯ সালে গণতন্ত্রপন্থী আন্দোলনে বিক্ষোভকারীদের ওপর শতাধিক মানুষের একটি গ্রুপ হামলা চালাচ্ছে।

কৌশলিরা তাদের আবেদন উত্থাপন করে বলেন, চোই’র যানচলাচল সম্পর্কিত রেকর্ড ব্যবহার তথ্যের সত্যিকার ব্যবহারের সঙ্গে মানানসই হয়নি।

২০২১ সালের এপ্রিল মাসে চোইকে তথ্য লাভে ভুল তথ্য দেয়ার জন্য দু’দফা দোষী সাব্যস্ত করা হয় এবং ৬ হাজার হংকং ডলার জরিমানা করা হয়। ওয়েস্ট কাউলুন ম্যাজিস্ট্রেট আদালত তাকে এ দন্ড দেয়।

হংক্এংর শীর্ষ আদালতে তার আজকের আপীল হলো দন্ড মওকুফের সর্বশেষ আবেদন। চোই তার আপীল সম্পর্কে কোন কিছু বলতে অস্বীকার করেছেন। তিনি বলেন, চলমান আইনি প্রক্রিয়াকে প্রভাবিত করার মতো কোন ঝুঁকি তিনি নিতে চান না। গত জানুয়ারি মসে চোই বলেন, তিনি আইনি প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান। কেননা হংকংএর মিডিয়া শিল্পের ওপর এর সুদূর প্রসারি প্রভাব পড়বে।

এসআই/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়