শিরোনাম
◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত ◈ ভারমুক্ত হলেন তারেক রহমান, দায়িত্ব পেলেন চেয়ারম্যান পদের ◈ সিআরআইয়ের মাধ্যমে ‘মুজিব ভাই’ সিনেমায় ব্যয় করা হয়েছে ৪২১১ কোটি ◈ উত্তেজনা চরমে বাংলাদেশকে নতুন বার্তা ভারতের

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৬:৫৩ বিকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৪:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমকাল পত্রিকার বিরুদ্ধে প্রেস কাউন্সিলে ঢাকা ওয়াসার মামলা

তাকসিম এ খান

সালেহ্ বিপ্লব: দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদকসহ মোট ৩ জনকে অভিযুক্ত করে প্রেস কাউন্সিলে একটি মামলা রুজু করেছে ঢাকা ওয়াসা। ঢাকা ওয়াসা ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান এর পক্ষে এ মামলা দায়ের করেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন। ঢাকা ওয়াসার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংস্থার উপ-প্রধান জনতথ্য কর্মকর্তা এ. এম. মোস্তফা তারেক বিজ্ঞপ্তিতে জানান, গত ৯ জানুয়ারি দৈনিক সমকাল পত্রিকার প্রথম পাতায় ‘ওয়াসার তাকসিমের যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি’ শিরোনামে প্রকাশিত আপত্তিজনক, অসত্য, কাল্পনিক ও বানোয়াট সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে প্রেস কাউন্সিল এ্যাক্ট, ১৯৭৪ এর ১২ ধারার আলোকে বিচার প্রার্থনা করে এ মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য গত ১৫ জানুয়ারি সংশ্লিষ্ট পত্রিকার প্রতিবেদক হকিকত জাহান হকিসহ পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে ব্যারিষ্টার এ. এম. মাসুম স্বাক্ষরিত একটি লিগ্যাল নোটিশ ইস্যু করা হয়। এতদ্ববিষয়ে ঢাকা ওয়াসা থেকে আলোচ্য পত্রিকায় একটি প্রতিবাদ লিপি গত ৯ জানুয়ারি প্রেরণ করা হয়েছিল, যা পত্রিকাটি অদ্যাবধি প্রকাশ করেনি। যেহেতু পত্রিকাটির পক্ষ থেকে নোটিশের বিপরীতে কোনো জবাব আসেনি, তাই প্রেস কাউন্সিলে আলোচ্য মিথ্যা প্রতিবেদনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সম্পাদনা: খালিদ আহমেদ

এসবি/কেএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়