শিরোনাম
◈ কাশ্মীর সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত: সর্বোচ্চ সতর্কতায় ভারতীয় বাহিনী ◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না: বাড়ছে আতঙ্ক, ঝুঁকিতে যাত্রীরা ◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি ◈ কী ঘটেছিল, কী দেখে প্রাণ নিয়ে পালিয়েছিল ডাকাতদল? যা জানাগেল (ভিডিও) ◈ স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যা: ১৫ লাখ টাকা চুক্তিতে খুন, জড়িত তিন সহোদর ◈ ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৯২, ‘ব্যাপক হত্যাকাণ্ডের’ শঙ্কা মানবাধিকার সংস্থার ◈ নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ১০:৫৭ রাত
আপডেট : ১২ জানুয়ারী, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

পোশাক প্রযুক্তি মেলা জিটিবি ও গ্যাপ এক্সপো শুরু ১৪ জানুয়ারি

মনজুর এ আজিজ: দেশে শুরু হচ্ছে তৈরি পোশাক প্রযুক্তির সবচেয়ে বড় প্রদর্শনী ‘জিটিবি ২০২৬’ এর ২৩তম আসর। এএসকে ট্রেডশো অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) যৌথ উদ্যোগে আগামী ১৪ জানুয়ারি ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো ভিলেজে এই প্রদর্শনী শুরু হবে। প্রদর্শনীটি চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। একইসঙ্গে অনুষ্ঠিত হবে গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং এর বৃহত্তম প্রদর্শনী ‘গ্যাপ এক্সপো’ এর ১৪তম আসর। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এফসিএমএ, এফবিসিসিআই এর প্রশাসক মো. আবদুর রহিম খান, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান।

প্রদর্শনীতে অংশ নেবে ১৫টিরও বেশি দেশ। এতে ১ হাজার ৫০০টি বুথের মাধ্যমে ৪৫০টিরও বেশি ব্র্যান্ডের পণ্য প্রদর্শন করা হবে। পোশাক শিল্পের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, এক্সেসরিজ, প্যাকেজিং, ইয়ার্ন ও ফেব্রিকস প্রদর্শিত হবে, যা বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য অনন্য সুযোগ সৃষ্টি করবে।

গত ২২ বছর ধরে ‘জিটিবি’ বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি সরবরাহকারীদের কাছ থেকে কাটিং-এজ সেলাই, ফিনিশিং, এমব্রয়ডারি যন্ত্রপাতি এবং খুচরা যন্ত্রাংশ সংগ্রহের জন্য সবচেয়ে পছন্দের প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। অন্যদিকে, ‘গ্যাপ এক্সপো’ হচ্ছে বিজিএপিএমইএ এর সদস্যদের গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং-এর একমাত্র এবং বৃহত্তম প্রদর্শনী।
এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া বলেন, বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশকে সব ধরনের কারখানায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।

কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং কারিগরি শিক্ষায় বিনিয়োগ করতে হবে। স্মার্ট যন্ত্রপাতি ও টেকসই প্রযুক্তিতে কৌশলগত বিনিয়োগ এবং বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোর সঙ্গে স্বচ্ছতা ও উদ্ভাবন নিয়ে কাজ করা প্রয়োজন। এসব উদ্যোগ বাংলাদেশকে কেবল সংখ্যার ওপর ভিত্তি করে উৎপাদন থেকে মানসম্মত ও প্রতিযোগিতামূলক সক্ষমতায় রূপান্তর করতে সাহায্য করবে। জিটিবি এই প্রযুক্তিগত সমাধানগুলো প্রদান করবে। আগামী ১৪ থেকে ১৭ জানুয়ারি প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়