শিরোনাম
◈ ট্রাম্পকে ইরানের নেতাদের ‘হত্যা’র আহ্বান মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের ◈ সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ ৫০ বছর আগের চুক্তিতে বাংলাদেশের ট্রানজিট চায় নেপাল ◈ ‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’: প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ◈ কাশ্মীর সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত: সর্বোচ্চ সতর্কতায় ভারতীয় বাহিনী ◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না: বাড়ছে আতঙ্ক, ঝুঁকিতে যাত্রীরা ◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৮:১০ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০২৬, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’: প্রধানমন্ত্রী সুশীলা কার্কি

নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পরিস্থিতির দিকে যেতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি।

সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাজনৈতিক দল ও তথাকথিত জেন-জি তরুণদের কাছ থেকে তার সরকার প্রতিনিয়ত চাপ ও সমালোচনার মুখে পড়ছে। তিনি দাবি করেন, এসব মহল প্রায় প্রতিদিনই সরকারের পদত্যাগ দাবি করছে।

সুশীলা কার্কি বলেন, ‘রাজনৈতিক দলগুলো আমাদের কঠোরভাবে সমালোচনা করছে। কেউ কেউ প্রতিদিনই সরকার ছাড়ার কথা বলছে। জেন-জি তরুণরাও বলে আজ ছাড়ো, কাল ছাড়ো, পরশু ছাড়ো। কিন্তু ছাড়ার মানে কী?’

তিনি আরও বলেন, সরকার দায়িত্ব ছাড়লে তারাই আবার পরদিন অপমান করে বলে, ‘তোমাদের সুযোগ ছিল, এখন চলে যাচ্ছ।’ এতে সরকারের অবস্থান দোদুল্যমান হয়ে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

কার্কির ভাষ্য অনুযায়ী, প্রায় ২৫ থেকে ৩০ জন জেন-জি তরুণ আলাদা আলাদা দাবি নিয়ে সরকারের কাছে আসছে। তিনি বলেন, ‘আমরা যেখানেই যাই, কোথাও শান্তি পাচ্ছি না।’

প্রধানমন্ত্রী সুশীলা কার্কি জোর দিয়ে বলেন, তার সরকার নেপালের পরিস্থিতি বাংলাদেশের মতো হতে দেবে না। তিনি বলেন, ‘আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নেপালকে বাংলাদেশে পরিণত হতে দেওয়া হবে না। আমরা বাংলাদেশ হতে চাই না।’ সূত্র: দেশ টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়