শিরোনাম
◈ ট্রাম্পকে ইরানের নেতাদের ‘হত্যা’র আহ্বান মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের ◈ সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ ৫০ বছর আগের চুক্তিতে বাংলাদেশের ট্রানজিট চায় নেপাল ◈ ‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’: প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ◈ কাশ্মীর সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত: সর্বোচ্চ সতর্কতায় ভারতীয় বাহিনী ◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না: বাড়ছে আতঙ্ক, ঝুঁকিতে যাত্রীরা ◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৮:০৪ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০২৬, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলামাবাদে বিয়েবাড়িতে ভয়াবহ বিস্ফোরণ: নবদম্পতিসহ নিহত ৮

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি বিয়েবাড়িতে ভয়াবহ বিস্ফোরণে নবদম্পতিসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

রোববার (১১ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টার দিকে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির ছাদ ধসে পড়ে এবং দেয়ালের একটি বড় অংশ উড়ে যায়। এতে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিসহ পরিবারের একাধিক সদস্য নিহত হন।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ পুলিশের বরাতে জানায়, রোববার ভোরে ঘটে যাওয়া এ বিস্ফোরণে বর-কনেসহ পরিবারের সদস্যরা প্রাণ হারান। এছাড়া বিস্ফোরণে দুজন প্রতিবেশীরও মৃত্যু হয়েছে।

স্থানীয় প্রশাসক সাহেবজাদা ইউসুফ জানান, সম্ভাব্য বিস্ফোরণের বিষয়ে রোববার ভোরে আগেই সতর্কতা জারি করা হয়েছিল। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে।

তিনি আরও বলেন, বিস্ফোরণে আশপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ওই এলাকার বিভিন্ন সড়ক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

জরুরি সেবাকর্মীদের প্রাথমিক ধারণা, গ্যাস সিলিন্ডার অথবা গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে গিয়ে বিস্ফোরণ ঘটতে পারে। এতে ওই বাড়ির আশপাশের আরও অন্তত তিনটি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে বিস্ফোরণের ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়