মনিরুল ইসলাম: ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার- ২০২৩ পেলেন মুনতাসীর মামুন সহ ৮ গুণী লেখক। প্রতিবছরই এই পুরস্কার প্রদান করা হয়।
এক অনুষ্ঠানের মাধ্যমে চ্যানেল আইয়ের স্টুডিওতে এবারের পুরস্কার তুলে দেয়া হয় পুরস্কারপ্রাপ্তদের হাতে।
এ বছর ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার পেলেন কবিতায় কবি মুহম্মদ নূরুল হুদা, মুক্তিযুদ্ধে মুনতাসীর মামুন ও জাহিদ নেওয়াজ খান, শিশুসাহিত্যে সুজন বড়–য়া, কথাসাহিত্যে মোজাফফর হোসেন, প্রবন্ধে নূর সাফা জুলহাজ। এ ছাড়াও তরুণ শাখায় কবিতায় খান মুহম্মদ রুমেল ও শিশুসাহিত্যে আসিফ মেহদী।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার। সম্মানিত অতিথি ছিলেন কবি কামাল চৌধুরী, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ইমরানুল হক। শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, বাচসাস সভাপতি কবি রাজু আলীম।
ভবিষ্যতেও আনন্দ আলোর এই পুরস্কারেরৃ সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার।
তিনি বলেন, গুণী সাহিত্যিকদের হাতে পুরস্কার তুলে দিতে পেরে আমরা ধন্য। শিল্প- সাহিত্যই একটি জাতির আসল পরিচয় বহন করে। যে জাতির শিল্প- সাহিত্য যত উন্নত সে জাতি পৃথিবীতে তত উন্নত জাতি সত্তা নিয়ে বিচরন করে।
এমআই/এইচএ