শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০২:৩১ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২৩, ০২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার পেলেন ৮ গুণীজন

মনিরুল ইসলাম: ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার- ২০২৩ পেলেন মুনতাসীর মামুন সহ ৮ গুণী লেখক। প্রতিবছরই এই পুরস্কার প্রদান করা হয়। 

এক অনুষ্ঠানের মাধ্যমে  চ্যানেল আইয়ের স্টুডিওতে এবারের  পুরস্কার তুলে দেয়া হয় পুরস্কারপ্রাপ্তদের হাতে। 

এ বছর ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার পেলেন কবিতায় কবি মুহম্মদ নূরুল হুদা, মুক্তিযুদ্ধে মুনতাসীর মামুন ও জাহিদ নেওয়াজ খান, শিশুসাহিত্যে সুজন বড়–য়া, কথাসাহিত্যে মোজাফফর হোসেন, প্রবন্ধে নূর সাফা জুলহাজ। এ ছাড়াও তরুণ শাখায় কবিতায় খান মুহম্মদ রুমেল ও শিশুসাহিত্যে আসিফ মেহদী। 

পুরস্কার প্রদান অনুষ্ঠানে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার। সম্মানিত অতিথি ছিলেন কবি কামাল চৌধুরী, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ইমরানুল হক। শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, বাচসাস সভাপতি কবি রাজু আলীম।

 ভবিষ্যতেও আনন্দ আলোর এই পুরস্কারেরৃ সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার।

তিনি বলেন, গুণী সাহিত্যিকদের হাতে পুরস্কার তুলে দিতে পেরে আমরা ধন্য। শিল্প- সাহিত্যই একটি জাতির আসল পরিচয় বহন করে। যে জাতির শিল্প- সাহিত্য যত উন্নত সে জাতি পৃথিবীতে তত উন্নত জাতি সত্তা নিয়ে বিচরন করে।

এমআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়