শিরোনাম
◈ ভারতে মন্দিরের কুপ বিধ্বস্তে মৃতের সংখ্যা ৩৫ ◈ মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও রুটের ৯স্টেশন চালু ◈ রাশিয়ায় শিশুকন্যা যুদ্ধবিরোধী  ছবি আঁকায় বাবার কারাদণ্ড ◈ জলবায়ু ন্যায়বিচার ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদে ঐতিহাসিক প্রস্তাব গৃহীত ◈ ১২ জেলা ও ৩৯ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্য সেবা চালু  ◈ গণমাধ্যমের কণ্ঠ নিস্তব্ধ করার জন্য চূড়ান্ত দমন চালানো হচ্ছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশ ও ভিয়েতনামের অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর  ◈ মন্দা ও লুটপাটে দেশের অর্থনীতি বিপর্যস্ত: জি এম কাদের ◈ আদালতে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান ◈ শিক্ষার্থী অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার দুই শিক্ষিকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৩, ০৩:৫৭ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২৩, ০৩:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোসাইন মোহাম্মদ দিদারের পঞ্চম কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন 

মোড়ক উন্মোচন 

নিজস্ব প্রতিবেদক : দৈনিক আমাদের নতুন সময় ও আমাদের সময়.কম এর দাউদকান্দি প্রতিনিধি হোসাইন মোহাম্মদ দিদারের ৫ম কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়েছে।

বৃহস্পতিবার সোনালী সকালের আলোজলমল পরিবেশে হয়ে গেলো  অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে রচিত তাঁর পঞ্চম কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। 

মোড়ক উন্মোচিত অনুষ্ঠানে উপজেলা পরিষদ এর চেয়ারম্যানের বাসভবন পায়রার সরব আঙ্গিনায় আড়ম্বরপূর্ণ পরিবেশ প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী। 

সাংবাদিক আবু তাহের নয়নের সঞ্চালনায় পৌরসভা বাজার কমিটির সাধারণ সম্পাদক সোহেল রানার সভাপতিত্ব্যে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, উপজেলা পরিষদ এর ভাইস-চেয়ারম্যান রোজিনা আক্তার, মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, গ্রন্থকার হোসাইন মোহাম্মদ দিদার,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাউদকান্দি প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান,পৌরসভা প্যানেল মেয়র ও কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি রকিবউদ্দীন রকিব। 

ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ আল-আমিন,সাংবাদিক লিটন সরকার বাদল, পৌরসভা আওয়ামী যুবলীগের সদস্য মুরাদ চৌধুরী সুমন, বারো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট সমাজ সেবক শফিউল বাসার সুমন,সুমন শিকদার,সাংবাদিক আলমগীর হোসেন,সাংবাদিক মামুনুর রশীদ রুবেল, সাংবাদিক আপেল মাহমুদ প্রমুখ। 

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়