শিরোনাম
◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ ◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত ◈ লন্ডন আর ঢাকায় থাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য নিয়ে যা বললেন জাইমা রহমান ◈ পোস্টাল ভোটিংয়ের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে যে বার্তা দিলেন সিইসি ◈ জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে: প্রধান উপদেষ্টা 

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৬:৪১ বিকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্যাস সংকট ও খরচ কমাতে সিলিন্ডারের অপচয় রোধের ৫ কার্যকর উপায়

দেশে এই সময়ে প্রাকৃতিক গ্যাস ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরবরাহে দুটোতেই সংকট দেখা দিয়েছে। ঘরের কাজে গ্যাসের খরচ বাঁচাতে অনেকের আগে থেকে প্রস্তুতি থাকে না।  গ্যাসের খরচ বাঁচাতে অনেকে মেপে-ঝুপে রান্না করেন। গ্যাসের বিকল্প হিসেবে অনেকেই বৈদ্যুতিক ও মাটির চুলা কিংবা বাইরের খাবারের ওপর নির্ভর করেন। 

অফিসের ব্যস্ততা কিংবা সারাদিনের ক্লান্তি শেষে গ্যাসের লাইনে দাঁড়ানোও কষ্টকর। হুট করে সিলিন্ডারের গ্যাস শেষ হওয়ায় রান্না বন্ধ হওয়ার উপক্রম হয় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অনেকের বাসায়। হাজার চেষ্টা করেও একটা গ্যাস সিলিন্ডার যদি এক মাস না চলে, তা হলে মাসের খরচ বাড়বেই। সংসারের খরচ বাঁচাতে সিলিন্ডারের গ্যাসের অপচয় রোধ করবেন কীভাবে, জেনে নিন এই ৫ নিয়ম। 

১) সিলিন্ডার নেওয়ার আগে সঠিক মাত্রায় গ্যাস রয়েছে কি না, তা যাচাই করতে নিজে ওজন পরিমাপ দিয়ে কিনুন। কম গ্যাসে সিলিন্ডার চলবে অল্প দিন, খরচ হবে বেশি। 

২) রান্নার আগে চাল, ডাল এবং অন্যান্য দানাশস্য ভিজিয়ে রাখুন। এতে দানাশস্য নরম হলে সিদ্ধ হতে সময় লাগবে কম, গ্যাস বাঁচবে বেশি।

৩) রান্না শুরুর আগে সব উপকরণ হাতের কাছেই রাখুন। গ্যাস জ্বালিয়ে তারপরে উপকরণ খুঁজতে যাবেন না। কড়াই শুকিয়ে গেলে তারপর তেল ঢালুন। শুকনো কড়াই চাপালে কিছুটা গ্যাস ও সময় বাঁচবে। পাশাপাশি ঢাকনা দিয়ে রান্না করুন। এতে খাবার তাড়াতাড়ি সিদ্ধ হবে। 

৪) কম আঁচে রান্না করুন। এতে রান্নায় খাবারের পুষ্টিগুণ অটুট থাকে, গ্যাসের অপচয় রোধ হয়। 

৫) সঠিক বার্নার ব্যবহার করুন। পাশাপাশি বার্নার পরিষ্কার রাখুন। এতে পরিমাণমত গ্যাস ব্যবহারে খরচ কমবে, মাস শেষে সংসারের হিসেবেও ফিরবে স্বস্তি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়