শিরোনাম
◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ ◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত ◈ লন্ডন আর ঢাকায় থাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য নিয়ে যা বললেন জাইমা রহমান ◈ পোস্টাল ভোটিংয়ের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে যে বার্তা দিলেন সিইসি ◈ জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে: প্রধান উপদেষ্টা 

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ১১:০৬ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২৬, ১২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ

মার্কিন যুক্তরাষ্ট্র সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে সরকার-টু-সরকার (জিটুজি) স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় আমেরিকা থেকে ৫৭ হাজার ২০৩ টন গম বহনকারী এমভি ক্লিপার ইসাডোরা জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। জাহাজটি গতকাল সোমবার (১৯ জানুয়ারি) বহির্নোঙরে এসে নোঙর করে।

নগদ ক্রয় চুক্তি জিটুজি–০২-এর আওতায় বাংলাদেশ ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির কার্যক্রম শুরু করেছে। এই চুক্তির অধীনে মোট দুই লাখ ২০ হাজার টন গম আমদানির পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে দ্বিতীয় চালান হিসেবে ৫৭ হাজার ২০৩ টন গম নিয়ে এমভি ক্লিপার ইসাডোরা বর্তমানে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে।

এর আগে প্রথম চালানে যুক্তরাষ্ট্র থেকে ৫৬ হাজার ৮৯০ টন গম দেশে আসে। দ্বিতীয় চালানের ৫৭ হাজার ২০৩ টন গমের মধ্যে ৩৪ হাজার ৩২০ টন চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ২২ হাজার ৪৪৩ টন মোংলা বন্দরে খালাস করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ জিটুজি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রমের আওতায় মোট চার লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানির চুক্তি করেছে। এর মধ্যে জিটুজি–০১ চুক্তির আওতায় ইতোমধ্যে মোট দুই লাখ ২০ হাজার টন গম আমদানি সম্পন্ন হয়েছে। এই চুক্তির প্রথম চালানে ৫৬ হাজার ৯৫৯ টন গম গত ২৫ অক্টোবর, দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ টন গম ৩ নভেম্বর এবং তৃতীয় চালানে ৬০ হাজার ৮৭৫ টন গম গত ১৫ নভেম্বর দেশে পৌঁছায়। পরে চতুর্থ চালানে যুক্তরাষ্ট্র থেকে ৬০ হাজার ৯৫০ টন গম নিয়ে ৫ ডিসেম্বর দেশে পৌঁছায়।

এ দিকে জাহাজে সংরক্ষিত গমের নমুনা সংগ্রহ ও পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। নমুনা পরীক্ষার ফল সন্তোষজনক হলে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়