কমোডে বসার ‘সিট’ নষ্ট হয়ে গেছে? বাজারে সেই মাপের ‘সিট’ খুঁজে পাওয়া যাচ্ছে না; বা দাম অনেক বেশি। তাহলে সমাধান মিলতে পারে পুরানো স্যানিটারি পণ্যের বাজারে।
রাজধানীর বারিধারা জে ব্লকের তিন, চার ও পাঁচ নম্বর রোডের মাঠের পাশে গড়ে উঠেছে পুরানো স্যানিটারি পণ্যের এক অনন্য বাজার।
গত দুই দশক ধরে এখানে ২৫ থেকে ৩০টি দোকান সারি সারি সাজিয়ে রেখেছে পুরানো কমোড, বেসিন, কিচেন সিংক, ট্যাপ, জেট স্প্রে, মিরর ক্যাবিনেট, টাওয়াল হ্যাঙ্গার ও ফ্লাশ সিস্টেম। তবে দেখে মনে হয় না এগুলো ব্যবহৃত।
টোটো, আরএকে, সুইস, স্টেলা, গ্লোরি, ভিক্টর, হিন্দওয়্যার, চারুসহ ১৫ থেকে ২০টি দেশি-বিদেশি ব্র্যান্ডের পণ্য মেলে এখানে। দাম নতুনের তুলনায় ২৫ থেকে ৬০ শতাংশ কম।
কত দামে কী মিলছে
কমোড: ওয়েস্টার্ন, ফ্লোর মাউন্টেড, ওয়াল হ্যাঙ্গিং, ব্যাক টু ওয়াল, স্কোয়াট প্যান— সর্বনিম্ন ৩ হাজার ৫শ’ থেকে সর্বোচ্চ ৩০ হাজার টাকা। সেন্সরযুক্ত অটোমেটিক ফ্লাশ কমোডও আছে। কয়েকটি দোকান এক বছর পর্যন্ত যন্ত্রাংশের ওয়ারেন্টি দিচ্ছে।
বেসিন: পেডেস্টাল, হ্যাঙ্গিং, কাউন্টার টপ— ১ হাজার ৮শ’ থেকে ১০ হাজার টাকা। ক্যাবিনেট বেসিন ১০ হাজার থেকে ৩০ হাজার টাকা।
কিচেন সিংক: সিঙ্গেল বোল, ডাবল বোল, ড্রেইনারসহ, আন্ডার মাউন্ট, হেলমেট— ১ হাজার ২শ’ থেকে ১০ হাজার টাকা।
পণ্য আসে কোথা থেকে
এ.এস স্যানিটারির স্বত্বাধিকারী শাহ আলম বলেন, “প্রতি মাসে ফ্ল্যাট, রেস্টুরেন্ট, অফিস বদল হচ্ছে। নতুন ভাড়াটিয়া বা মালিক পুরানো স্যানিটারি ফিটিংস বদলে ফেলেন। আমরা সেগুলো কম দামে সংগ্রহ করে পরিষ্কার করে বিক্রি করি।”
অভিজাত এলাকাসহ দেশের বিভিন্ন শহর থেকে পণ্য আসে এখানে।
ক্রেতা যারা
মধ্যবিত্ত পরিবার, নতুন বাড়ি নির্মাণকারী, দোকান-রেস্তোরাঁর মালিক, পুরানো ফ্ল্যাট সংস্কার করে বিক্রি করা প্রতিষ্ঠান— সবাই আসেন এখানে।
নদ্দা থেকে মাহমুদ সোহেল স্বপরিবারে এসেছেন কেনাকাটা করতে।
তার কথায়, “পুরোনো ফ্ল্যাট সংস্কার করব তাই আসা। এখান থেকে ৫টি বেসিন ২ হাজার টাকা ও ৫টি কমোড সমাড়ে তিন হাজার টাকায় কিনেছি। কম দামে ভালো মানের পণ্যই পাওয়া যায় এখানে।’
কেনার আগে যা দেখবেন
• পরিচিত ভালো ব্র্যান্ড (টোটো, আরএকে, হিন্দওয়্যার) বেছে নিন। চিপ, ফাটল, দাগ, পানির দাগ আছে কি-না খুঁটিয়ে দেখুন।
• ফ্লাশ, ট্যাপ ঠিকমতো কাজ করছে কি-না পরীক্ষা করুন। পাইপ, নাট-বোল্টসহ প্রয়োজনীয় যন্ত্রাংশ পাচ্ছেন কি-না দেখুন।
• ওয়ারেন্টি বা রিটার্ন পলিসি আছে কি-না জিজ্ঞাসা করুন। একাধিক দোকানে দাম যাচাই করুন, দরদাম করুন।
সীমিত বাজেটে বাড়ি সাজাতে চাইলে বারিধারার এই বাজার একটি বাস্তবসম্মত সমাধান। তবে কেনার আগে সতর্কতা অবলম্বন করলে ঝুঁকি কমে যায় এবং সাশ্রয়ের সঙ্গে মিলবে মানসম্মত পণ্য।
সূত্র: বিডিনিউস ২৪ ডটকম