শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর ◈ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ১০:২২ রাত
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রান্নায় তেল কমিয়ে সুস্বাদু খাবার বানানোর সহজ উপায়

বর্তমান সময়ে অনেক মানুষই স্বাস্থ্য সচেতন থাকার চেষ্টা করেন। ওজন যাতে না বাড়ে, কোলেস্টেরল-সুগার যাতে বশে থাকে, সেই চেষ্টাই করে চলেন সারাক্ষণ। আর সেজন্য প্রথম পরিবর্তনটা নিয়ে আসতে চেষ্টা করেন রান্নাঘরেই। খাদ্যতালিকায় শাক-সবজি ও দানাশস্যের পরিমাণ বাড়াতে হয় এবং কমাতে হয় তেলের পরিমাণ।

কিন্তু সমস্যা হলো, শত চেষ্টার পরও অনেকে তেলের পরিমাণ কমাতে পারেন না। তেল কম দিলে খাবারে স্বাদ হচ্ছে না। আবার কখনো বেখেয়ালে বেশি তেল দিয়ে ফেলছেন। এই সমস্যা এড়িয়ে কিভাবে সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার রান্না করবেন, চলুন জেনে নেওয়া যাক—

রান্নায় তেলের ব্যবহার কমানোর ৫ উপায়

তেলের বোতল থেকে কড়াইতে সরাসরি তেল ঢালবেন না। এতে তেল বেশি ব্যবহার হয়ে যায়। তাই একটা চামচ রাখুন। মেপে মেপে তেল ব্যবহার করবেন। সব সময়ে কষিয়েই রান্না করতে হবে, এমন কোনো নিয়ম নেই।

শাক-সবজি হোক বা মাংস, তেল দিয়ে রান্না করার আগে ভাপিয়ে নিন। ভাজার আগে ভাপিয়ে নিলে তেল কম লাগে। এতে খাবারের পুষ্টিগুণ ও স্বাদ অটুট থাকে।

মাছ কিংবা মাংস রান্নার আগে ম্যারিনেট করে রাখুন। ম্যারিনেট করা খাবার দ্রুত রান্না হয়ে যায়।

পাশাপাশি তেলও কম লাগে। ম্যারিনেশনের সময়ে ১ চামচ তেল ব্যবহার করলেই কাজ চলে যায়। এ ছাড়া ম্যারিনেশনে দই ব্যবহার করতে পারেন। তাহলে আর তেল দরকার পড়বে না।

ঢাকনা দিয়ে এবং আঁচ কমিয়ে রান্না করুন। ঢাকনা দিয়ে রান্না করলে কম তেলেও সুস্বাদু খাবার তৈরি করা সম্ভব। আর আঁচ কমিয়ে রান্না করলে খাবারের পুষ্টিগুণ অটুট থাকে। কিন্তু উচ্চ তাপমাত্রায় খাবারের পুষ্টি নষ্ট হয়ে যায়।

কম তেলে রান্না করতে হলে সঠিক পাত্রও বেছে নেওয়া দরকার। ননস্টিকের প্যান ব্যবহার করলে কম তেলেই সুস্বাদু খাবার রান্না করতে পারবেন। কয়েক ফোঁটা তেলে ভাজাভুজি রান্না করতে হলে এয়ার ফায়ার বেছে নিতে পারেন। এতে মুখরোচক খাবার তেল ছাড়াই খেতে পারবেন।

সূত্র : এই সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়