শিরোনাম
◈ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রমজান আমদানিতে সহজ নীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের ◈ দিল্লিতে বিস্ফোরণ, বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যম ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে: তৌহিদ হোসেন ◈ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার ◈ ব্রাজিলের রোনালদো বল‌লেন, ক্রিশ্চিয়ানো ‌রোনাল‌দো সর্বকালের সেরা নয় ◈ কথা দিচ্ছি, আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেয়া হবে: মির্জা ফখরুল (ভিডিও) ◈ কার্যক্রম নিষিদ্ধ একটি দল ঢাকায় ১১ দিনে ১৭ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে: ডিএমপি কমিশনার (ভিডিও) ◈ ২০৩০ সালের মধ্যে ৪০ লাখ দক্ষ ক্যাডেট তৈরির লক্ষ্যে বিএনসিসি সম্প্রসারণের পরিকল্পনা ◈ আর্মি সার্ভিস কোরের সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের ◈ প্রশাসনের ৬ কর্মকর্তা পেলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ◈ যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচনে নেই: জামায়াত আমির (ভিডিও)

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ১০:১৭ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেওয়াল, টাইলস ও কাচের দাগ তুলতে বেকিং সোডার সহজ উপায়

বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বোনেট কেবল কেক কিংবা ভাজার জন্যই নয়, এটি ঘর পরিষ্কারের কাজেও অত্যন্ত কার্যকর। প্রতিদিনের ব্যবহারে সহজেই ঘরের নানা দাগছোপ দূর করতে পারে এই সস্তা অথচ কার্যকরী উপাদান। চলুন, জেনে নিই বেকিং সোডার ৩টি চমৎকার ব্যবহার।

দেওয়ালের দাগ সহজে পরিষ্কার

দেওয়ালে যদি দাগ বা ছোপ পড়ে যায়, অনেক সময় সাবান দিয়ে ঘষে তোলা হয়। কিন্তু এতে রং নষ্ট হয়ে যেতে পারে বা ক্ষারীয় সাবান দেওয়ালের রং নষ্ট করতে পারে। এর বদলে বেকিং সোডা ব্যবহার করা নিরাপদ ও কার্যকর।

কিভাবে ব্যবহার করবেন: ১ চা চামচ বেকিং সোডা অর্ধেক কাপ পানিতে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। দাগের ওপর মিশ্রণটি লাগিয়ে একটি নরম কাপড় দিয়ে আলতো করে ঘষে মুছে ফেলুন।

টাইলস বা মার্বেলের দাগ তুলতে

ঘরের মেঝে টাইলস বা মার্বেল হলে সেখানে দাগ, আঁচড় বা কালচে ছোপ পড়ে যাওয়া সাধারণ বিষয়। সাবান বা ফিনাইল দিয়েও সেগুলো ওঠানো কঠিন হতে পারে। তবে বেকিং সোডা এই সমস্যায় ভালো কাজ করে।

কিভাবে ব্যবহার করবেন: যেখানে দাগ আছে সেখানে কিছুটা বেকিং সোডা ছড়িয়ে দিন।এরপর একটি ভেজা স্পঞ্জ দিয়ে ঘষুন। দাগ সহজেই দূর হবে।

কাচের বাসনের হলদে ছোপ দূর করতে

পুরনো কাচের গ্লাস, জার বা পাত্রে অনেক সময় হলদে দাগ বা আঁচড় পড়ে যায়। এগুলো নিয়মিত পরিষ্কার করলেও পুরোপুরি যায় না। বেকিং সোডা দিয়ে সহজেই সেগুলো ঝকঝকে করে তোলা যায়।

কিভাবে ব্যবহার করবেন: কাচের পাত্রে সরাসরি বেকিং সোডা ছড়িয়ে ঘষে নিন অথবা বেকিং সোডা ও পানি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে দাগের উপর লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর ভালো করে ধুয়ে ফেলুন।
সূত্র : আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়