শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৮ জুন, ২০২৩, ১২:২৬ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৩, ০৬:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদির লাল কালির ঝুঁকিতে পড়ছে না বাংলাদেশ

নিবন্ধিত সব হজযাত্রী নির্ধারিত সময়ে সৌদি আরবে পৌঁছে যাবেন: সচিব

আনিস তপন: এমনটা আশা প্রকাশ করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। বুধবার এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে ধর্ম সচিব বলেন, এরই মধ্যে নিবন্ধন করা হজযাত্রীর শতকরা ৮০ ভাগ ভিসা সংক্রান্ত কাজ শেষ হয়েছে। ইনশাআল্লাহ ঝুঁকি (লাল কালি চিহ্নিত) হওয়ার মত পরিস্থিতিতে আমরা পড়ছি না। ভয়ের কিছু নেই জানিয়ে তিনি বলেন, সব ঠিক হয়ে যাচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই সব হজযাত্রী সৌদি আরব পৌঁছে যাবেন। 

হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে জানানো হয়েছে, ইতোমধ্যে বাংলাদেশ থেকে (৭ জুন রাত ১টা ৫৯ মিনিট) ৫৯ হাজার ৬৫৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৫০ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৫০ হাজার ৩০৫ জন পৌছে গেছেন। সচিব বলেন, গত ২১ মে থেকে হজ ফ্লাইট শুরু হয়। নিবন্ধিত প্রত্যেক হজযাত্রীকে আগামী ২২ জুনের শেষ ফ্লাইটে সৌদি আরব পাঠিয়ে দেব।

মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনচ্ছিুক সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে বেসরকারি মব হজ এজেন্সিগুলোকে জানিয়ে দেয়া হয়েছে দ্রুত তাদের কাজ শেষ করে ফেলতে। কারণ সরকারি ব্যবস্থাপনায় যেসব হজযাত্রী রয়েছেন, তারা শতভাগ ইতোমধ্যে সৌদি ্আরব পৌঁছে গেছেন। আসলে বিপদটা বেসরকারি হজ এজেন্সি ও হজযাত্রীদের নিয়ে। তাদের মধ্যে শতকরা ৮০ থেকে ৮৫ ভাগ ভিসা সংক্রান্ত কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে পারলে আর কোন সমস্যা হবে না। সন্ধ্যার (বুধবার) মধ্যেই ৮০ ভাগের বেশি এ সংক্রান্ত জটিলতা কেটে যাবে।  উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ২৭ জুন। সম্পাদনা: এল আর বাদল

এটি/‌এলআরবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়