শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৩ জুন, ২০২৩, ০৩:৪২ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৩, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি ছুটি পাওয়ায় ইতালিতে জুমার নামাজে উপচে পড়া ভিড়

ইসমাইল হোসেন স্বপন, ইতালি: ইউরোপের দেশগুলোতে শনি ও রবিবার সরকারি ছুটি থাকে, সোমবার থেকে শুক্রবার সপ্তাহে পাঁচ দিন অফিস চলে। তাই অধিকাংশ মানুষের শুক্রবার জুমার নামাজ আদায় করা সম্ভব হয় না। শুক্রবার (২ জুন) প্রজাতন্ত্র দিবসের জন্য সরকারি ছুটি ছিলো। তাই  মসজিদ গুলোতে উপচে পড়া মুসল্লিদের ঢল দেখা গেছে । এদিন প্রখর রোদ উপেক্ষা করেই মানুষ মসজিদে চলে আসে।ইতালির বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার জামাত অনুষ্ঠিত হয়।

ছোট-বড় সকলের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয় মসজিদ। বেলা সাড়ে ১১টা থেকে নানা বয়সী মানুষ আসা শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকেই ভরে ওঠে মসজিদের মূল ভবন। জামাত চলাকালীন অবস্থায় বাহিরে প্রচুর মুসল্লি পরবর্তী জামাতের জন্য অপেক্ষা করতে দেখা যায়।

মসজিদের ইমাম মাওলানা আব্দুল আজিজ বলেন, আজ মসজিদে প্রচুর উপস্থিতি থাকায় আমরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জামাত পরিচালনা করব। মাওলানা আব্দুল আজিজ খুৎবা পেশ করেন।

তিনি বয়ানে বলেন আল্লাহ যেন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন।
এবং সদা সত্য কথা বলার মত তৌফিক দান করেন। কারণ মিথ্যাই হচ্ছে অধিকাংশ পাপের উৎস। এবং হালাল উপার্জন করার জন্য তাগিদ দেন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়