শিরোনাম
◈ সিলেট লাগোয়া বাংলাদেশ-ভারত সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করল মেঘালয় ◈ ভারতের সেনানিবাসের কাছে বিস্ফোরণ-গোলাগুলি (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনি প্রক্রিয়া কী? ◈ পারমাণবিক যুদ্ধ হলে ক্ষতি কল্পনাতীত, সংযত হওয়ার এখনই সময়: ডনের সম্পাদকীয় ◈ পাকিস্তানের আকাশসীমা পরিহার: বিমানের টরন্টো, লন্ডন ও রোম ফ্লাইটের সময়সূচি পরিবর্তন ◈ ভারতে ব্লকড বাংলাদেশি চারটি টিভির ইউটিউব চ্যানেল  ◈ আ.লীগ নিষিদ্ধ করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক নেতাদের ◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ১২:৫৩ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ভারতকে নিয়ে যা বললেন শায়খ আহমদুল্লাহ

পবিত্র রমজান মাসেও থেমে নেই মুসলিমদের ওপর নির্যাতন। হোলিতে অংশ নিতে মুসলিমদের বাধ্য করা এবং অস্বীকৃতি জানানোর পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক নির্যাতনের ঘটনা তারই একটি আলামত বলে জানিয়েছেন বিশিষ্ট ইসলামিক গবেষক ও আলোচক শায়খ আহমদুল্লাহ।

রোববার (১৬ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসে শায়খ আহমদুল্লাহ লেখেন, সভ্যতা মানে শুধু আধুনিক স্থাপত্য, প্রযুক্তি কিংবা বৃহৎ অর্থনীতি নয়। বৈচিত্র্যের মাঝে সহাবস্থানকেও সভ্যতার মানদণ্ড বিবেচনা করা হয়। এই মানদণ্ডের আলোকে আমরা বলতে বাধ্য হচ্ছি, আমাদের বৃহৎ প্রতিবেশী রাষ্ট্রটি আকারেই বড়, সভ্যতা-সংস্কৃতিতে এখনো অনেক পিছিয়ে আছে।

তিনি লেখেন, সেখানে পবিত্র রমযান মাসেও থেমে নেই মুসলিমদের ওপর নির্যাতন। হোলিতে অংশ নিতে মুসলিমদের বাধ্য করা এবং অস্বীকৃতি জানানোর পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক নির্যাতনের ঘটনা তারই একটি আলামত।

শায়খ আহমদুল্লাহ আরও লেখেন, যে দেশে প্রতিনিয়ত সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তাহীনতায় ভোগে, গরু খাওয়ার অজুহাতে মানুষ হ-ত্যা করা হয়, হোলিতে অংশ নিতে অস্বীকৃতি জানানোর কারণে পি-টি-য়ে মারা হয়, প্রকাশ্যে নামায পড়াকে অপরাধ গণ্য করা, মসজিদ গুড়িয়ে দেয়া হয়, সংখ্যালঘু মুসলিমদের বাড়িঘরে সাম্প্রদায়িক বুলডোজার হানা দেয়, এসব অপরাধ দেখেও রাষ্ট্র নীরব থাকে বরং ক্ষেত্রবিশেষ উৎসাহিত করে⸺সে দেশটিকে কোনোক্রমে সভ্য রাষ্ট্র বলা চলে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়