শিরোনাম
◈ এবার চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের, টিকটক চুক্তি বিলম্বিত হতে পারে ◈ ভারত-বাংলাদেশ সম্পর্কে স্থিতিশীলতার ইঙ্গিত, পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান বিশেষজ্ঞের ◈ হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুঁশিয়ারি ◈ কনফারেন্স লিগে জিত‌লো লে‌গিয়া ওয়ারস, সেমিফাইনালে গে‌লো চেলসি ◈ দুর্ঘটনার পর ছাদ উড়ে গেল ‘বরিশাল এক্সপ্রেস’ বাসের, থামেননি চালক, আহত কয়েকজন ◈ চীনা আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ নেতাকে ফিল্মি স্টাইলে খুন ◈ ব্রিজ বিশ্বকাপ খেলবে বাংলাদেশ ◈ ইউক্রেন যুদ্ধ বন্ধে নয়া উদ্যোগ: প্যারিস বৈঠকের পর রাশিয়া-ইউক্রেন শান্তিচেষ্টায় যুক্ত হলো ইউরোপ ◈ মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ ◈ বিশ্ব ‘লিজিয়ন’ গড়ার স্বপ্নে ইলন মাস্ক: সন্তানের মা হতে নারীদের প্রস্তাব, গোপন চুক্তি ও বিতর্কের ঝড়

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ১২:৫৩ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ভারতকে নিয়ে যা বললেন শায়খ আহমদুল্লাহ

পবিত্র রমজান মাসেও থেমে নেই মুসলিমদের ওপর নির্যাতন। হোলিতে অংশ নিতে মুসলিমদের বাধ্য করা এবং অস্বীকৃতি জানানোর পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক নির্যাতনের ঘটনা তারই একটি আলামত বলে জানিয়েছেন বিশিষ্ট ইসলামিক গবেষক ও আলোচক শায়খ আহমদুল্লাহ।

রোববার (১৬ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসে শায়খ আহমদুল্লাহ লেখেন, সভ্যতা মানে শুধু আধুনিক স্থাপত্য, প্রযুক্তি কিংবা বৃহৎ অর্থনীতি নয়। বৈচিত্র্যের মাঝে সহাবস্থানকেও সভ্যতার মানদণ্ড বিবেচনা করা হয়। এই মানদণ্ডের আলোকে আমরা বলতে বাধ্য হচ্ছি, আমাদের বৃহৎ প্রতিবেশী রাষ্ট্রটি আকারেই বড়, সভ্যতা-সংস্কৃতিতে এখনো অনেক পিছিয়ে আছে।

তিনি লেখেন, সেখানে পবিত্র রমযান মাসেও থেমে নেই মুসলিমদের ওপর নির্যাতন। হোলিতে অংশ নিতে মুসলিমদের বাধ্য করা এবং অস্বীকৃতি জানানোর পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক নির্যাতনের ঘটনা তারই একটি আলামত।

শায়খ আহমদুল্লাহ আরও লেখেন, যে দেশে প্রতিনিয়ত সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তাহীনতায় ভোগে, গরু খাওয়ার অজুহাতে মানুষ হ-ত্যা করা হয়, হোলিতে অংশ নিতে অস্বীকৃতি জানানোর কারণে পি-টি-য়ে মারা হয়, প্রকাশ্যে নামায পড়াকে অপরাধ গণ্য করা, মসজিদ গুড়িয়ে দেয়া হয়, সংখ্যালঘু মুসলিমদের বাড়িঘরে সাম্প্রদায়িক বুলডোজার হানা দেয়, এসব অপরাধ দেখেও রাষ্ট্র নীরব থাকে বরং ক্ষেত্রবিশেষ উৎসাহিত করে⸺সে দেশটিকে কোনোক্রমে সভ্য রাষ্ট্র বলা চলে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়