শিরোনাম
◈ জনসভা ছাড়িয়ে নিউজফিড: কেন সামাজিক মাধ্যমই এবারের নির্বাচনের মূল ময়দান ◈ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান ◈ বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন ◈ সংসদ নির্বাচন এবং গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির ◈ এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ◈ নতুন পে-স্কেল, রাজস্ব ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতি: পরবর্তী সরকার আর্থিক চাপে পড়বে ◈ আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে ফের চিঠি বিসিবির, নিরপেক্ষ কমিটিতে দাবি পাঠানোর অনু‌রোধ ◈ বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে দুশ্চিন্তায় জোট শরিকরা ◈ পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ১১:১৯ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৩:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনী প্রচারের প্রথম দিনেই চার জেলায় হামলা সংঘর্ষ, আহত ২০ (ভিডিও)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের প্রথম দিন বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে হামলা, সংঘর্ষ, ধাওয়া-পালটাধাওয়া হয়েছে। নির্বাচনি ক্যাম্প, মাইক, অফিস, গাড়ি, ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা ভাঙচুর লুটপাট করা হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

কুমিল্লা ও হোমনা : কুমিল্লা-২ আসনের হোমনা উপজেলায় বিএনপির প্রার্থী মো. সেলিম ভূইয়ার সমর্থক ও খালেদা জিয়ার সাবেক এপিএস ও বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী আবদুল মতিনের সমর্থকদের ওপর ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটেছে। হোমনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহিরুল হক জহর চেয়ারম্যানের গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে। হোমনা ওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। 

লক্ষ্মীপুর : ফেস্টুন টানানোকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের চারজন আহত হন। লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের রিফুজি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম : প্রার্থীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। নগরীর কোতোয়ালি থানার সিরাজউদ্দৌল্লা রোডের সাব-এরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ও ইসলামিক ফ্রন্ট মনোনীত চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনের প্রার্থী ওয়াহেদ মুরাদকে (চেয়ার প্রতীক) বহনকারী জিপের সামনের কাচ ভেঙে যায়। তবে কারা এ হামলা করেছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি প্রার্থী। 

বরিশাল ও পিরোজপুর : পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া, নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত মাহমুদ হোসেন ভিপি মাহমুদের নির্বাচনি প্রচারে হামলার ঘটনা ঘটেছে। স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ভিপি মাহমুদের (ঘোড়া প্রতীক) নির্বাচনি ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে। ভিপি মাহমুদ বলেন, হামলাকারীরা তার নির্বাচনি অফিসে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুর করে ও ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে। এ সময় তার কয়েকজন কর্মীকেও মারধর করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। 

কালীগঞ্জ (ঝিনাইদহ) : কালীগঞ্জে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনি জনসভায় আসার পথে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রার্থী ফিরোজ। উপজেলার রামচন্দ্রপুর বাজারে এ ঘটনা ঘটে। ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ-সদর আংশিক) ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁন বলেন, হামলার ঘটনা ঘটেছে কিনা জানা নেই। আমার কোনো কর্মী এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত কিনা সেটিও নিশ্চিত নই। 

মুন্সীগঞ্জ : টঙ্গিবাড়ী উপজেলায় নির্বাচনি প্রচারে নেতাদের নাম ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের দিঘিরপাড় বাজার ও কামারখাড়া বাজারে দুই দফা এ সংঘর্ষ হয়। 

চাটমোহর (পাবনা) : চাটমোহরে পাবনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী কেএম আনোয়ারুল ইসলামের প্রচার কাজে ব্যবহৃত মাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে। উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রেলবাজার (অমৃতকুণ্ডা) এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়ির থাকার অভিযোগে উপজেলা কৃষক দলের সভাপতি লিটন বিশ্বাস, তার ছেলে লোটাস বিশ্বাসসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ এনে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী ও চাটমোহর থানার ওসি গোলাম সরওয়ার হোসেনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র প্রার্থীর ভাই মোজাম্মেল হক। 

মাগুরা : মাগুরা সদর উপজেলার পৌর এলাকার একটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কয়েক ঘণ্টার মধ্যে ভাঙচুরের ঘটনা ঘটেছে। মাগুরা-১ নির্বাচনি এলাকার ছোটফালিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মঙ্গলবার এ ঘটনা ঘটে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এ বিষয়ে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ধামরাই (ঢাকা) : ঢাকা-২০ ধামরাই আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা ইয়াসমিন এক সংবাদ সম্মেলনে নির্বাচনি অফিস লুটপাট করার অভিযোগ করেছেন। উপজেলার কালামপুর বাজারে ১০ দলীয় জোটের নির্বাচনি অফিসে সংবাদ সম্মেলন করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়