শিরোনাম
◈ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা ◈ ‘পছন্দ না হলে মাজারে নাও আসতে পারেন, আঘাত-ভাঙচুর গ্রহণযোগ্য নয়’ ◈ জনসভা ছাড়িয়ে নিউজফিড: কেন সামাজিক মাধ্যমই এবারের নির্বাচনের মূল ময়দান ◈ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান ◈ বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন ◈ সংসদ নির্বাচন এবং গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির ◈ এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ◈ নতুন পে-স্কেল, রাজস্ব ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতি: পরবর্তী সরকার আর্থিক চাপে পড়বে ◈ আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে ফের চিঠি বিসিবির, নিরপেক্ষ কমিটিতে দাবি পাঠানোর অনু‌রোধ

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৩:০৫ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন

বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না সে জামায়াত হোক বা অন্য কেউ, বলেছেন ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি দাবি করেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়েই বিএনপি এই অবস্থানে এসেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বংশালের সুরিটোলা স্কুলের সামনে নির্বাচনি গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জামায়াতের এক প্রার্থীর সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় ইশরাক হোসেন বলেন, ঢাকার মতো গুরুত্বপূর্ণ আসনের একজন প্রার্থীর কাছ থেকে এমন বক্তব্য দুঃখজনক। তার ভাষায়, এসব বক্তব্য এখন জনমনে হাস্যরসে পরিণত হয়েছে এবং মূলত নেতাকর্মীদের উজ্জীবিত রাখার উদ্দেশ্যেই এমন কথা বলা হচ্ছে।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে তারা রাজপথে সক্রিয় ছিলেন না। তার অভিযোগ, ৫ আগস্টের পর থেকেই তারা হঠাৎ করে প্রকাশ্যে আসতে শুরু করেছে। অতীতে তাদের আন্দোলন কার্যক্রম ছিল সীমিত ও গোপনধর্মী বলেও মন্তব্য করেন তিনি।

ইশরাক হোসেন দাবি করেন, বিএনপি রাজপথে প্রকাশ্যে আন্দোলন করেছে, রক্ত দিয়েছে এবং গুলির মুখে দাঁড়িয়ে সংগ্রাম চালিয়ে গেছে। অন্যদিকে জামায়াতের প্রার্থীরা ঢাকা শহরের বিভিন্ন আসনে নির্বাচনে অংশ নিলে জামানত হারানোর ঝুঁকিতে পড়বেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জামায়াত যদি ভিন্ন কোনো পরিকল্পনা করে, তবে নির্বাচনের অনেক আগেই তাদের ঢাকা থেকে রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়