বর্তমানে বিপিএল খেলতে বাংলাদেশে অবস্থান করছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলতে এসে তিনি কথা বলেছেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গেও। নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না বলে বাংলাদেশের যে সিদ্ধান্ত, তা নিয়েও নিজের মতামত জানিয়েছেন এই কিউই তারকা।
গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় উইলিয়ামসন বলেন, এই পরিস্থিতির খুঁটিনাটি সব দিক তিনি পুরোপুরি জানেন না। তবে সাধারণভাবে বড় টুর্নামেন্ট কিংবা বিশ্ব আসরে সব দল ও খেলোয়াড়ের অংশগ্রহণই প্রত্যাশিত বলে মনে করেন তিনি। তার ভাষায়, এমন কিছু বিষয় আছে যেগুলোর সমাধান এখনো বাকি, তাই বিষয়টি নিয়ে অপেক্ষা করে দেখতে হবে।
তিনি আরও বলেন, প্রতিটি পরিস্থিতিই আলাদা এবং তা অনেক সময় দেশ ও দলগুলোর মধ্যকার সম্পর্কের ওপর নির্ভর করে। এসব বিষয়ে মন্তব্য করা সত্যিই কঠিন, বিশেষ করে যখন পুরো চিত্র স্পষ্ট নয়।
বাংলাদেশের বিশ্বকাপ ইস্যু প্রসঙ্গে সাবেক এই অধিনায়ক জানান, হয়তো এই বিষয়গুলো বাইরে থেকে যতটা সহজ মনে হয়, বাস্তবে তার চেয়ে অনেক বেশি বড়। তবে সময়ের সঙ্গে সঙ্গে এসব সমস্যার সমাধান বের হবে বলেই তিনি আশাবাদী।
উইলিয়ামসনের মতে, বিশ্বকাপের মতো বড় আসরের মূল সৌন্দর্যই হলো সব দলের অংশগ্রহণ। তাই যে কোনো জটিলতার শান্তিপূর্ণ সমাধানই শেষ পর্যন্ত ক্রিকেটের জন্য ভালো হবে বলে প্রত্যাশা তার।